জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় যে বাংলাদেশ গড়ে ওঠার প্রত্যাশা ছিল, দেশ বর্তমানে সেই পথ থেকে সরে এসেছে। তিনি স্পষ্ট করে বলেন, জুলাই অভ্যুত্থান কখনোই মবক্রেসির প্রতীক নয় এবং এই অভ্যুত্থানের নামে সংঘটিত কোনো ধরনের মব রাজনীতি এনসিপি সমর্থন করে না।
সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীতে এক বক্তব্যে এসব কথা বলেন নাহিদ ইসলাম।তিনি বলেন, “জুলাই অভ্যুত্থান ছিল জনগণের অধিকার, ন্যায়বিচার ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলন। এটি কোনোভাবেই বিশৃঙ্খল জনতার সহিংস কার্যক্রম বা মবক্রেসি হতে পারে না।”
নাহিদ ইসলাম অভিযোগ করেন, জুলাই অভ্যুত্থানের স্লোগানকে অপব্যবহার করে পরিকল্পিতভাবে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে ব্যবহার করে নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হয়েছে। এসব কার্যক্রম দেশের রাজনীতি ও আসন্ন নির্বাচনকে প্রভাবিত করার উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, “পুরো দেশের রাজনৈতিক পরিবেশ ও নির্বাচনী প্রক্রিয়াকে একদিকে ঠেলে দিতে মবক্রেসির আশ্রয় নেওয়া হচ্ছে। কিন্তু জুলাই অভ্যুত্থানের নামে এমন অপতৎপরতার সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই।”
এনসিপি আহ্বায়ক বলেন, দলটি গণতান্ত্রিক রাজনীতি, শৃঙ্খলা ও জনগণের প্রকৃত আকাঙ্ক্ষার পক্ষে অবস্থান করছে। সহিংসতা, উসকানি কিংবা মব রাজনীতির মাধ্যমে কোনো পরিবর্তন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।