বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬,
১৫ মাঘ ১৪৩২
ই-পেপার

বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬
রাজনীতি
তারেক রহমানের দেশে ফেরার দিনে ব্যাপক শোডাউনের প্রস্তুতি বিএনপির
শাহীন রহমান
Publish: Sunday, 14 December, 2025, 6:48 PM  (ভিজিট : 124)

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। আগামী ২৫ ডিসেম্বরে তার দেশে ফেরার দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। দেশে ফিরেই তিনি জাতীয় নির্বাচনে প্রার্থী হতে ভোটার হবেন। তারেক রহমানের এই ফেরা উপলক্ষে ব্যাপক শো ডাউনের ও প্রস্তুতি নিচ্ছে দলটি। দিনটি স্মরণীয় করে রাখতে সারাদেশ দেশ থেকে প্রায় ১০ লাখ নেতাকর্মী ওইদিন বিমানবন্দরে হাজির হবেন। দল থেকে এমনি নির্দেশনা দেয়া হয়েছে।

 এ নিয়ে দলের মধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। সাংগঠনিক প্রস্তুতি, নিরাপত্তাব্যবস্থাসহ সার্বিক কর্মপরিকল্পনা চূড়ান্ত করার কাজ চলছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি বলেছেন  তারেক রহমান যেদিন দেশে ফিরবেন দেশে দেশের মাটি কেঁপে উঠবে। 

এদিকে জানা গেছে তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষ্যে ব্যাপক শোডাউন কর্মসূচী বাস্তবায়নে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের অঙ্গসংগঠনের উপর দায়িত্ব দেয়া হয়েছে। বিএনপি কেন্দ্রিয়ভাবে বিষয়টি সমন্বয় করছে। জানা গেছে তারেক রহমানের দেশের ফেরা উপলক্ষ্যে তার নিরাপত্তার বিষয়ে ব্যাপক জোর দেয়া হচ্ছে।

 বিশেষ করে ওসমান হাদির গুলির ঘটনায় নিরপাত্ত নিয়ে কিছুটা শঙ্কা বিরাজ করছে। তবে তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে কয়েক দফায় সরকারের সাথে যোগাযোগ করা হয়েছে। স্বরাষ্ট উপদেষ্টা উল্লেখ করেছেন তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে নিরপত্তার শঙ্কা নেই। সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেয়া হবে।

 এছাড়া দলীয়ভাবেও নিরাপত্তার ব্যবস্থা নেয়া হচ্ছে। এজন্য বেগম খালেদা জিয়ার নিরাপত্তায় গঠিত সিএসএফের সংখ্যাও বাড়ানো হয়েছে।
রাজনৈতিক পর্যবেক্ষকেরা মনে করছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে তারেক রহমানের প্রত্যাবর্তন দলীয় নেতা-কর্মীদের উদ্দীপ্ত করবে। এর প্রভাব নির্বাচনী মাঠে পড়তে পারে। এ কারণেই তারেক রহমানের প্রত্যাবর্তনের দিন ঢাকায় বৃহৎ জনসমাগম ঘটিয়ে নির্বাচনী রাজনীতিতে একটি শক্তিশালী ঢেউ তুলতে চায় দলটি।

গত ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনা এ এমএম নাসির উদ্দিন। তফসিল অনুযায়ি ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি ইতোমধ্যে ২৭৩ আসনের প্রার্থী ঘোষণা করেছে। বগুড়া ৭ আসনে তার প্রার্থীতা ঘোষণা করা হয়েছে। তবে তারেক রহমান এখনো ভোটার  হননি। 

নির্বাচনী আইন অনুযায়ি প্রার্থী হওয়ার আগে তাকে ভোটার হতে হবে। তা না হলে নির্বাচন করতে পারবেন না। জানা গেছে দেশে ফিরেই তারেক রহমান আগে ভোটার হবেন। তফসিলে আগামী ২৯ ডিসেম্বর মনোনয়ন জমার শেষ দিন। আইন অনুযায়ি ২৯ ডিসেম্বরের মধ্যেই তাকে ভোটার হতে হবে।

এদিকে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। তারা শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক। আগামী নির্বাচনে অংশ নেয়াটা সুস্থতার উপর নির্ভর করছে। এখন পর্যন্ত তার যে শারীরিক অবস্থা তাতে নির্বাচনে নেয়ার সম্ভবনা কম বলে দলটির নেতারা মনে করছেন। যদিও মনোনয়নে তাকে তিনটি আসন থেকে প্রার্থী করা হয়েছে। 

বিএনপি সুত্রে জানা গেছে তারেক রহমানের দেশে ফেরার দিনে জনগণের ভোগান্তি বিষয়টি মাথায় রেখেই প্রস্তুতি নেয়া হচ্ছে। ২৫ ডিসেম্বর খ্রীষ্টান সম্প্রদায়েরে সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান বড় দিন পালিত হবে। ওইদিন সরকারি ছুটির দিন। এরপর দিন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। পরপর তিনদিন ছুটি বিষয়টি মাথায় রেখেই তারেক রহমানের দেশের ফেরার দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে। 
 
তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গে রোববারও কথা বলেছেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন। অন্যদিকে এক অনিশ্চয়তা তার মধ্যে আমাদের সেই নিশ্চয়তা (তারেক রহমান) আলো যিনি আমাদেরকে দেখাচ্ছেন, আমাদেরকে যিনি সামনে পথ দেখাচ্ছেন, সেই নেতা আমাদের মাঝে এসে উপস্থিত হবেন ২৫ তারিখে। এদিন তাকে এমন সংবর্ধনা দেয়া হবে যা অতীতে কেউ দেখেনি।

তারেক রহমানের আগমন ঘিরে নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বিএনপি। এ লক্ষ্যে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিরাপত্তায় নিয়োজিত ‘চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স (সিএসএফ) ’ পুনর্গঠন করা হয়েছে। সিএসএফের সদস্যসংখ্যা বাড়ানো হয়েছে। নতুন করে সিএসএফের দায়িত্ব নিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) একেএম শামসুল ইসলাম। ঢাকায় ফেরার পর তারেক রহমান ও তাঁর স্ত্রী জুবাইদা রহমানের নিরাপত্তায় সিএসএফ কাজ করবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

তারেক রহমান ২০০৭ সালে এক-এগারোর পটপরিবর্তনের পর গ্রেপ্তার হন। ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবার যুক্তরাজ্যে যান। এর পর থেকে তিনি যুক্তরাজ্যেই আছেন। তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ৫ ডিসেম্বর দেশে আসেন হাসপাতালে গুরুতর অসুস্থ তাঁর শাশুড়ি ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে। 

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি আলোচনায় রয়েছে। মা খালেদা জিয়া গত মাসের শেষ দিকে গুরুতর অসুস্থ হয় পড়লে তারেক রহমানের দেশে ফেরা কবে, সে আলোচনা আরও জোরদার হয়। গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে তাঁর দেশে ফেরার তারিখ ঘোষণা করা হয়। তারেক রহমানের দেশে ফেরাকে দলের জন্য একটি ঐতিহাসিক ও আবেগঘন ঘটনা হিসেবে দেখছেন বিএনপির নেতা-কর্মীরা।

আ. দৈ./কাশেম/এস রহমান
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ঋণ খেলাপিদের জন্য লাল কার্ডের হুঁশিয়ারি, বিদেশি নাগরিকরাও ছাড় পাবেন না: আসিফ মাহমুদ
ভোটকালীন ৩ দিনের জন্য মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ
ফরিদপুরের ভাঙ্গায় ২৪ ঘন্টার মধ্যে লুণ্ঠিত গরু ও নগদ দেড় লাখ টাকাসহ ৩ জন গ্রেপ্তার
বিশ্বকাপ আয়োজন পরিবর্তনের ইঙ্গিত, স্থান হতে পারে আরব আমিরাত
পিপলস ব্যাংকের চেয়ারম্যান সস্ত্রীক দেশত্যাগে বাধা,৩৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

লোপাটের জন্যই ঢাকা দক্ষিণের দ্বিগুন ঢাকা উত্তরের বাজেট করেন প্রশাসক এজাজের
বিভাগীয় সভাপতির অনুপস্থিতিতে ইবির নিয়োগ বোর্ড স্থগিত, ওই শিক্ষকের পদত্যাগের দাবি শিক্ষার্থীদের
যাকে ভোট দেবেন, বুঝে-শুনেই দেবেন: নাহিদ ইসলাম
চলমান আলোচনার ফাঁকে সৌদিতে খেলতে নামলেন সাকিব
দেশে নির্বাচনের গণজোয়ার বইছে, ভোটার ও জনগনের নিরাপত্তার আহ্বান-আমান উল্লাহ আমানের
রাজনীতি- এর আরো খবর
close
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik@gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝