বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের অটোমেটেড চালান সিস্টেম ব্যবহার করে এখন থেকে ভ্যাট, ট্যাক্স ও অন্যান্য রাজস্ব পরিশোধ করবে স্বনামধন্য এয়ারলাইন্স প্রতিষ্ঠান এয়ার অ্যাস্ট্রা।
আজ বুধবার বঙ্গল কমার্শিয়াল ব্যাংকের প্রধান কার্যালয়ে এ দুই প্রতিষ্ঠানের মধ্যে সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ এবং এয়ার অ্যাস্ট্রার প্রধান নির্বাহী ইমরান আসিফ।
এসময় উপস্থিত ছিলেন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও কে. এম. আওলাদ হোসেন, ডিএমডি ও সিটিও ড. মো. রফিকুল ইসলাম, ডিএমডি ও কোম্পানি সেক্রেটারি মো. হুমায়ুন কবির, এফসিএস, কর্পোরেট ব্রাঞ্চের ম্যানেজার ইসতিয়াক উদ্দিন আহমেদ ও এয়ার অ্যাস্ট্রার চীফ ফিন্যান্সিয়াল অফিসার মো: সাইফুল আজগরসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এই কৌশলগত অংশীদারিত্বের মধ্য দিয়ে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক সময়োপযোগী ব্যাংকিং সেবা প্রদান করবে।