মেহেরপুরে বিভিন্ন মসজিদের ইমাম ও সভাপতিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১১ টায় তেতুলবাড়িয়া বাজারে অনুষ্ঠিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন স্থানীয় ইমাম সমিতির সভাপতি মুহাম্মদ মোশাররফ হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মেহেরপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক সিরাজুম মনির।
অস্বচ্ছল ইমামদের বিনা সুদে কর্জে হাসানা ঋণ দান প্রকল্প চালু করে ইমাম ও মুয়াজ্জিনদের সাবলম্বী করা ও সমাজের দুস্থ্য মানুষকে আর্থিক সহায়তার মাধ্যমে সাবলম্বী করা হচ্ছে বলে জানান অনুষ্ঠানের আয়োজক পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মুহাম্মদ মোশাররফ হোসেন।তিনি আরো বলেন আমাদের এখানে মাসিক ও স্পাতাহিক ভাবে ঋণ নিতে পারবেন।
সমাজের অনেক মসজিদের ইমাম ও মুয়াজ্জিন আছে যারা অল্প বেতনে পরিবার চালাতে অনেক সমস্যা সম্মুখীন হয়। ব্যাংক ও সমিতিতে সুদ মাধ্যমে ঋণ প্রক্রিয়া আছে যা ইসলাম শরীয়ত বিধানে সুদ গ্রহন নিষেধ আছে। এর ফলে ইমাম ও মুয়াজ্জিন দের সুদ বাদে ঋণ ও আথিক ভাবে সচ্চলতার জন্য বাংলাদেশে এই প্রথম আমরা শুরু করতে যাচ্ছি এমন ঋণ দেওয়া যেখানে কোনো লাভ দিতে হবে। ১ বছরে ভিতরে টাকা শোধ করতে হবে। সপ্তাহে বা মাসিক ভাবে শোধ দেওয়ার নিয়ম আছে। বর্তমানে ৫ লহ্ম টাকা নিয়ে শুরু হচ্ছে ভবিষ্যতে বাংলাদেশের সকল জেলায় কায্যক্রম চালু করবেন বলে জানিয়েছেন।
এসময় বিভিন্ন মসজিদের ইমাম,মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, শিক্ষক ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্তিত ছিলেন। মতবিনিময় শেষে অস্বচ্ছল ব্যাক্তিদের মধ্যে বিনামূল্যে ছাগী বিতরন করা হয়। প্রথমে আনোয়ারা খাতুন গ্রাম করমদী সহ আরো ৫ জনকে ছাগী বিতরণ করেন। ছাগী পেয়ে এসব পরিবার অনেক খুশি হন।
আ.দৈ./কাশেম