অনিবার্য কারণ ছাড়া নির্বাচন বিলম্ব হোক আমরা চাই না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষ এ কথা জানান তিনি।
রাজনৈতিক সংকট ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অসুস্থতার এই সময়ে তফসিল ঘোষণার বিষয়ে নজরুল ইসলাম বলেন, আমরা নির্বাচনি প্রক্রিয়ায় আছি। অনিবার্য কোনও কারণ ছাড়া আমরা নির্বাচন প্রক্রিয়ার বাইরে যেতে চাই না। আমরা ১৫ বছর থেকে নির্বাচন চাচ্ছি। জনগণের ভোটের অধিকার আমরা ফিরিয়ে দিতে চাই এবং যথাসময়ে নির্বাচন হবে, তা আমরা চাই।
তিনি বলেন, আগে শুধু সংসদ নির্বাচনের জন্য ভোট হতো এবং সেখানে ভোটকেন্দ্রে ভোটার সংখ্যা নির্ধারণ থাকত। এবার একসঙ্গে সংসদ ও গণভোট দুটো ভোটের ব্যালটে ভোট দিতে হবে। এর জন্য সময় বেশি লাগবে। এর জন্য আমরা বলেছি যাতে কোনো ভোটার ভোটাধিকার থেকে বঞ্চিত না হয়। তারা বলেছে আগামী রোববার (৭ নভেম্বর) তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
তিনি বলেন, প্রবাসী ভোটারদের সুবিধার কথা বিবেচনা করে এনআইডির পাশাপাশি পাসপোর্ট দিয়েও নিবন্ধনের সুযোগ দেয়ার প্রস্তাব তুলে ধরা হয়েছে প্রধান নির্বাচন কমিশনারের কাছে।
নজরুল ইসলাম বলেন, ব্যালট পেপার সরকারি প্রেস থেকে ছাপানো হয়। এবার আমরা শুনতে পেয়েছিলাম যে প্রাইভেট প্রেসে ছাপানো হতে পারে। এর জন্য আমরা বলেছি ব্যালট পেপার যাতে কোনো প্রাইভেট প্রেসে ছাপানো না হয়। কমিশন বলেছে সরকারি প্রেস থেকেই ব্যালট ছাপানো হবে। জনগণের ভোটের অধিকার আমরা ফিরিয়ে দিতে চাই এবং নির্বাচন যাতে যথাসময়ে হয় তা আমরা চাই।
এসময় আরও ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং ইসির সাবেক অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া।