বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫,
১৯ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
রাজনীতি
ফরিদপুরের জামায়াতে ইসলামী আয়োজিত গণসমাবেশ
কারও আধিপত্যের কাছে মাথা নত করবে না জামায়াত : এটিএম আজহারুল ইসলাম
ফরিদপুর প্রতিনিধি
Publish: Tuesday, 2 December, 2025, 10:41 PM  (ভিজিট : 23)

বিগত ফ্যাসিবাদী সরকার জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসি দিয়ে ইসলামের কণ্ঠ রোধ করার যে স্বপ্ন দেখেছিল, তা বোকামি ছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেন, কোনো অশুভ বা আধিপত্যবাদী শক্তির কাছে জামায়াত বা বাংলাদেশের মানুষ মাথা নত করবে না।

আজ মঙ্গলবার ( ২ ডিসেম্বর ) বিকেলে ফরিদপুরের ঐতিহাসিক অম্বিকা ময়দানে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফাসি ও নির্যাতনের জবাব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এটিএম আজহারুল ইসলাম বিগত সরকারের তীব্র সমালোচনা করে বলেন, '' বিগত ফ্যাসিবাদী সরকার আমাদের অসংখ্য নেতাকর্মীর ওপর জুলুম-নির্যাতন চালিয়েছে। ফরিদপুরের দুজন শীর্ষ নেতাসহ অসংখ্য নেতাকে মিথ্যা মামলায় ফাঁসি দিয়েছে। তারা ভেবেছিল নেতাদের ফাঁসি দিয়ে ইসলামের কণ্ঠ রোধ করা যাবে, কিন্তু তারা বোকার স্বর্গে বাস করছে। এই দেশে ইসলামের ঝান্ডা উড়বেই এবং ইসলামী সমাজ কায়েম হবে।"

দুর্নীতিমুক্ত রাষ্ট্র ও উন্নয়নের রূপরেখা দেশ গঠনের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, "আমরা মানুষের ভাগ্যের পরিবর্তন চাই, চাঁদাবাজমুক্ত বাংলাদেশ চাই। বিগত বছরগুলোতে দেশ থেকে কোটি কোটি টাকা পাচার হয়েছে। এই টাকা পাচার না হলে বাংলাদেশ আজ সিঙ্গাপুরের মতো উন্নত হতো। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে বা দায়িত্ব পেলে দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন করবে। তখন দেশের কোনো অভাব থাকবে না, বিদেশ থেকে মানুষ উল্টো এ দেশে চাকরি করতে আসবে।"

সংখ্যালঘু নিরাপত্তা ও অসাম্প্রদায়িক চেতনা সাম্প্রদায়িক সম্প্রীতি প্রসঙ্গে তিনি বলেন, "বিগত সরকারের আমলে হিন্দুদের ওপর অত্যাচার হতো, কিন্তু এ বছর দুর্গাপূজায় কোনো হামলা বা মন্দির ভাঙচুর হয়নি। জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে অমুসলিমসহ দেশের প্রতিটি নাগরিক নিরাপদ থাকবে। আমরা এই দেশকে সবার জন্য বাসযোগ্য করে গড়ে তুলব।"
নির্বাচন ও আগামী দিনের প্রত্যাশা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, "আমরা চব্বিশের পূর্বের অবস্থায় ফিরে যেতে চাই না। নির্বাচনের পূর্বে প্রয়োজনীয় সংস্কার ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। এবারের নির্বাচন হবে সন্ত্রাসমুক্ত বাংলা গড়ার নির্বাচন। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে আগামীতে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।"

ফরিদপুর জেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ বদরুদ্দীন-এর সভাপতিত্বে এবং জেলা নায়েবে আমির ইমতিয়াজ উদ্দিন আহমেদ-এর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় ফরিদপুরের চারটি আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ফরিদপুর-১ আসনের ডা. মো. ইলিয়াস মোল্লা, ফরিদপুর-২ আসনের মাওলানা সোহরাব হোসেন, ফরিদপুর-৩ (সদর) আসনের অধ্যাপক আবদুত তাওয়াব ও ফরিদপুর-৪ আসনের প্রার্থী মাওলানা মোহাম্মদ সরোয়ার হোসেন কে পরিচয় করিয়ে দেয়া হয়। 

সমাবেশে আবেগঘন বক্তব্য রাখেন শহীদ আব্দুল কাদের মোল্লার পুত্র হাসান জামিল এবং শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদের পুত্র আলী আহমেদ মাবরুর। তারা বলেন, তাদের বাবারা দেশকে ভালোবাসতেন বলেই জীবন দিয়েছেন, কিন্তু দেশ ছেড়ে পালাননি।

এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও অঞ্চল সহকারী আবু হারিস মোল্লা, ফরিদপুর অঞ্চল টিম সদস্য শামসুল ইসলাম আল বরাটি, বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা সভাপতি আমজাদ হোসেন,  সাধারণ সম্পাদক মুফতি আবু নাসির, ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মুফতি মোস্তফা কামাল, খেলাফত আন্দোলনের আমির মাওলানা মো. মিজানুর রহমান, ইসলামী ছাত্রশিবির ফরিদপুর শহর শাখার সভাপতি আকমল হোসেন ও জেলা সভাপতি হাফেজ মো. ওবায়দুল্লাহ।

এর আগে দুপুর থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা অম্বিকা ময়দানে জড়ো হতে থাকেন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

আ. দৈ. /কাশেম

আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

কারও আধিপত্যের কাছে মাথা নত করবে না জামায়াত : এটিএম আজহারুল ইসলাম
গণতন্ত্রে আপসহীন নেত্রী খালেদা জিয়া: রাশেদ খান
জনগণের জানামতে কাজ করব, অন্ধকারে রাখব না: জামায়াত আমির
জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কিত ১০৬ মামলায় চার্জশিট প্রকাশ
গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি, ১২ কেজি এলপিজি ৩৮ টাকা
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

দেশে ৯ মাত্রার ভূমিকম্পের সম্ভাবনা, বিপর্যয় বিষয়ে সতর্ক করলেন বিশেষজ্ঞরা
গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের ঘনিষ্টজন কে এই শিহাব নূর
বাংলাদেশ কমার্স ব্যাংক ও এফএসিডি-সিএবি’র মধ্যে চুক্তি স্বাক্ষর
জাতির অভিভাবক 'বেগম জিয়ার’ দ্রুত সুস্থতা কামনায় ডিএনসিসিতে দোয়ার অনুষ্ঠান
আলফাডাঙ্গায় শিশু জায়ান হত্যাকাণ্ডে খুনিদের দাবি আরিফুর রহমানের
রাজনীতি- এর আরো খবর
close
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik$gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝