উন্নত সুবিধা, নিরাপদ পেমেন্ট এবং প্রিমিয়াম লাইফস্টাইল বেনিফিট নিশ্চিত করতে দেশের ব্যাংকিং খাতে দীর্ঘ ঐতিহ্য ও আস্থার প্রতীক পূবালী ব্যাংক পিএলসি মাস্টারকার্ডের সঙ্গে যৌথভাবে উদ্বোধন করলো এক্সক্লুসিভ ক্রেডিট কার্ড পোর্টফোলিও। মাস্টারকার্ডের সঙ্গে পূবালী ব্যাংকের এই আনুষ্ঠানিক অংশীদারিত্বের মাধ্যমে বাজারে উন্মোচিত হলো দুটি উদ্ভাবনী কনজিউমার ক্রেডিট কার্ড এবং একটি কর্পোরেট ক্রেডিট কার্ড বাংলাদেশের দ্রুত বিকাশমান ডিজিটাল পেমেন্ট খাতের চাহিদা পূরণে বিশেষভাবে উপযোগী।
নতুন কনজিউমার কার্ডগুলোর মধ্যে রয়েছে World
Mastercard Credit CardGesTitanium Mastercard Credit Card, যেগুলো কনট্যাক্টলেস প্রযুক্তি, মাল্টি-কারেন্সি সাপোর্ট এবং অত্যাধুনিক সিকিউরিটি ফিচারসহ বহুমুখী সুবিধায় সমৃদ্ধ। অতিরিক্ত সুবিধার মধ্যে রয়েছেÑএয়ারলাইন ভাড়ায় সর্বোচ্চ ২০% পর্যন্ত ছাড়, নির্বাচিত কার্ডে কমপ্লিমেন্টারি লাউঞ্জ অ্যাক্সেস, বৈশ্বিক এটিএম নেটওয়ার্কে উত্তোলন সুবিধা, নির্বিঘ্ন আন্তর্জাতিক লেনদেন এবং মাস্টারকার্ডের বিশ্ববিখ্যাত চৎরপবষবংংপ্ল্যাটফর্মের বিশেষ অভিজ্ঞতা লাভ।
আজ অনুষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসি’র উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইছা, উপব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহনেওয়াজ খান, সাউথ এশিয়া মাস্টারকার্ড এর প্রেসিডেন্ট গৌতম আগরওয়াল, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল-সহ উভয়প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।