২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ পক্ষ শুরু হয়েছে। ১৬ দিনব্যাপী এই প্রচারাভিযানের অংশ হিসাবে বৃহস্পতিবার পিএসটিসি’র আফতাব নগরস্থ ভবনে ‘‘ কন্ঠস্বরের সেতু বন্ধন ও ভাগ করা ভবিষ্যত” শীর্ষকদ্বি-প্রজন্ম সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ড. আশরাফি আহমাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইএম এর পরিচালক জনাব তসলিম উদ্দিন খান, ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির সোশ্যাল রিলেশনস ডিপার্টমেন্ট এর চেয়ারপার্সন ড. তওহিদা তাসনিমা, জাতীয় যুব নেটওয়ার্ক (নয়ন) এর সভাপতি প্রিয়তা মন্ডল।
সভাপতিত্ব করেন পিএসটিসির নির্বাহী পরিচালক ড. নূর মোহাম্মদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ফাইজা রহমান আনিলা, ভাইসচেয়ার, জাতীয় যুব নেটওয়ার্ক (নয়ন)। অনুষ্ঠানে ইস্ট-ওয়েস্টসহ ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. আশরাফি আহমাদ বলেন, তরুণরাই আগামীর ভবিষ্যত, তাদের হাতে ডিজিটাল মাধ্যম ব্যবহারের অপার সুযোগ।
এই সুযোগের সঠিক ব্যবহার করে পরিবর্তনের পথ দেখাতে পারবে তরুণরাই।বিশেষ অতিথিরা বলেন, অনলাইন ব্যবহারে সতর্ক থাকতে হবে। নিজের গোপনীয়তা রক্ষা করতে হবে। অন্যেও প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। সচেতনতা থেকেই শুরু করতে হবে অনলাইন নিরাপত্তা।
অনুষ্ঠানে অংশ নিয়ে তরুণ প্রতিনিধিরা বলেন, আমাদের তথ্য জানতে হবে, জানাতে হবে। কোথায় রিপোর্ট করতে হবে তা জানতে হবে। অনলাইন নির্যাতন রিপোর্ট করা নির্যাতনের বিরুদ্ধে ন্যায়বিচারের প্রথম পদক্ষেপ পিএসটিসির নির্বাহী পরিচালক ড. নূর মোহাম্মদ বলেন, তরুণ প্রজন্ম অনেক সাহসী। তাই ডিজিটাল মাধ্যমকে ক্ষতিকর নয়, ক্ষমতায়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে হবে। জানতে হবে ও জানাতে হবে ছেলেমেয়ে উভয়কে।
আ. দৈ./কাশেম/ এস রহমান