এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বে দুর্দান্ত ফর্ম দেখিয়ে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। মঙ্গলবার চীনের ইয়ংচুয়ান স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত ম্যাচে ব্রুনেইকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।
এ জয়ের মাধ্যমে টুর্নামেন্টে টানা দ্বিতীয় ম্যাচে জয় পেল লাল-সবুজেরা। এর আগে প্রথম ম্যাচে পূর্ব তিমুরকে ৫-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাসী সূচনা করেছিল বাংলাদেশ।
ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। একের পর এক আক্রমণের চাপে ভেঙে পড়ে ব্রুনেইয়ের রক্ষণভাগ। প্রথমার্ধে ৪-০ গোলের লিড নেয় তরুণরা। দ্বিতীয়ার্ধে আরও চার গোল যোগ করে বড় জয় নিশ্চিত করে বাংলাদেশ দল।
বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন রিফাত কাজী ও অপু রহমান। এছাড়া একটি করে গোল করেছেন মোহাম্মদ মানিক, আলিফ রহমান, নাজমুল হুদা ও বায়েজিদ বোস্তামি।
গ্রুপে ছয় দল থাকলেও এখন পর্যন্ত বাংলাদেশ ও ব্রুনেই ছাড়া অন্য দলগুলো দুই ম্যাচ খেলেনি। আগামী বুধবার তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের যুব দল। শেষ দুই প্রতিপক্ষ হিসেবে শক্তিশালী বাহরাইন ও স্বাগতিক চীনের মুখোমুখি হবে বাংলাদেশ।
গ্রুপ চ্যাম্পিয়ন হলেই আগামী মে মাসে সৌদি আরবে অনুষ্ঠিতব্য এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করবে বাংলাদেশ। ১৬ দল নিয়ে অনুষ্ঠিত হবে মূল পর্ব, যেখানে বাছাইপর্ব থেকে উত্তীর্ণ হবে সাতটি দল। অনূর্ধ্ব-১৭ পর্যায়ে এর আগে দুইবার এবং অনূর্ধ্ব-১৬ পর্যায়ে চারবার এশিয়ান কাপে খেললেও কখনোই গ্রুপ পর্ব পেরোতে পারেনি বাংলাদেশ।