অবশেষে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় গঠনের অনুমোদন দিয়েছে সরকার। এটি উচ্চ আদালতের অধীনে থাকবে। আগামী সপ্তাহে ‘সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ-২০২৫’ গেজেট আকারে জারি হবে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) উপদেষ্টা পরিষদের সভায় এই প্রস্তাব নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পেয়েছে। ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এই তথ্য জানান।
ড. আসিফ নজরুল বলেন, “এর মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের গত ২০-৩০ বছরের আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে। মাসদার হোসেনের মামলার রায় পরিপূর্ণ বাস্তবায়ন করে বিচার বিভাগের স্বাধীনতার চূড়ান্ত ধাপ সম্পন্ন হলো।”
বিচার বিভাগের স্বাধীনতার দাবিতে ১৯৯৫ সালে বিসিএস বিচার অ্যাসোসিয়েশনের মহাসচিব মাসদার হোসেন ও তার সহকর্মীরা মামলা করেন। ১৯৯৯ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার চূড়ান্ত রায় দেন।
২৬ বছর পর সেই রায়ের আলোকে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় গঠনের পদক্ষেপ অনুমোদন করা হলো, যা নির্বাহী বিভাগের প্রভাব থেকে মুক্ত বিচার ব্যবস্থার নিশ্চয়তা দেবে।