টাঙ্গাইল ভিত্তিক শীর্ষস্থানীয় ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইনসাফ বুস্ট তাদের সফল কর্মযাত্রার চার বছর পূর্তি উদযাপন করেছে।
এ উপলক্ষে প্রতিষ্ঠানটির অফিসে সম্প্রতি এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং বর্তমান ও ভবিষ্যত কর্মপরিকল্পনা সম্পর্কে আলোচনা করা হয়।
উক্ত অনুষ্ঠানে ইনসাফ বুস্টের চার বছর পূর্তি উপলক্ষে কর্মকর্তাদেরকে ভাল কর্মক্ষমতার জন্য সম্মাননা প্রদান করা হয়।
২০২১ সালের শুরুতে যাত্রা শুরু করা ইনসাফ বুস্ট বিজ্ঞাপন ও মার্কেটিং এজেন্সি বিজ্ঞাপন জগতে এক নতুন নাম হিসেবে স্থান করে নিয়েছে। উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টসহ নানা অনলাইন প্রচারণা সেবা দিয়ে প্রতিষ্ঠানটি বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে ব্যাপক পরিচিতি পেয়েছে।
দীর্ঘ চার বছরের পথচলায় ইনসাফ বুস্ট অসংখ্য ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার (এসএমই) সাথে কাজ করেছে। শক্তিশালী ডিজিটাল ক্যাম্পেইন, সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিং এবং কৌশলগত অনলাইন মার্কেটিংয়ের মাধ্যমে তাদের ব্যবসা বাড়াতে অনন্য ভূমিকা রেখেছে এবং অনেক উদ্যোক্তা তাদের ব্যবসায় নতুন মাত্রা পেয়েছেন।
ডিজিটাল বিজ্ঞাপন খাতে প্রতিযোগিতা ক্রমেই বাড়ছে। তবুও ইনসাফ বুস্টের মতো স্থানীয়ভাবে গড়ে ওঠা প্রতিষ্ঠানটির অগ্রযাত্রা প্রমাণ করে, বাংলাদেশের তরুণ উদ্যোক্তারা নিজেদের যোগ্যতা ও পেশাদারিত্ব দিয়ে দেশের ডিজিটাল অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমরুল হাসান বলেন, “আমরা শুরু থেকেই চেষ্টা করেছি উদ্যোক্তাদের এমন একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম দিতে, যেখানে তারা বৈধ ব্যবসার প্রচার করতে পারেন সম্পূর্ণ পেশাদারিত্বের সঙ্গে। আমাদের লক্ষ্য শুধু বিজ্ঞাপন নয়, বরং প্রতিটি উদ্যোক্তার উন্নয়ন ও বিকাশে পাশে থাকা।”
তিনি আরো বলেন, বাংলাদেশের অন্যতম প্রধান সোশ্যাল মিডিয়া মার্কেটিং (এসএমএম) এজেন্সি হিসেবে ইনসাফ বুস্ট ব্যবসা প্রতিষ্ঠান, ডিজিটাল মার্কেটার ও ব্যক্তিগত ব্যবহারকারীদেরকে তাদের ব্যবসার সম্প্রসারণের জন্য সাশ্রয়ী রিসেলার প্যানেল সেবা দিচ্ছে।
ইমরুল হাসান আরো জানান, ইনসাফ বুস্টের সহজ প্ল্যাটফর্ম থেকে ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক ও টিকটকের জন্য লাইক, ফলোয়ার, ভিউ ও এঙ্গেজমেন্টসহ মানসম্মত এসএমএম সার্ভিস সহজে রিসেল করা যায়। এজেন্সিটির মূল সুবিধার মধ্যে রয়েছে হোয়াইট লেবেল সার্ভিস, সহজ এপিআই ইন্টেগ্রেশন, দ্রুত ডেলিভারি, ২৪/৭ টেক সাপোর্ট, দৈনিক আপডেট এবং পেপ্যালসহ নিরাপদ পেমেন্ট সিস্টেম।
আ. দৈ./কাশেম/ এস রহমান