ঢাকায় বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি)-এর সদর দফতরে প্রতিষ্ঠানটির চলমান গ্রাহক সেবা পক্ষ-এর অন্যতম কর্মসূচি হিসেবে এক গণশুনানী অনুষ্ঠিত হয়।
আজ বুধবার (২৯ অক্টোবর) তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপনের অংশ হিসেবে চলমান এ সেবা পক্ষের গণশুনানী অনুষ্ঠানে বিএইচবিএফসি’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল মান্নান সভাপতিত্ব করেন।
উপব্যবস্থাপনা পরিচালক মাঃ নূর আলম সরদারসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এসময় সভা কক্ষে উপস্থিত ছিলেন।
বিএইচবিএফসি’র সকল জোনাল ও শাখা ব্যবস্থাপক ভার্চুয়ালি এ সভায় সংযুক্ত ছিলেন। প্রতিটি শাখা অফিস থেকে উল্লেখযোগ্য সংখ্যক অংশীজন এ শুনানী অনুষ্ঠানে মুক্ত হয়ে বিভিন্ন বিষয়ে কর্তৃপক্ষের সাথে সরাসরি কথা বলেন। মোঃ আব্দুল মান্নান অংশীজনদের সকল প্রশ্নের জবাব প্রদান করেন।