আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারের উচ্চপর্যায়ে প্রস্তুতিমূলক এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম, আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বৈঠকটি মূলত আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে সামগ্রিক প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার উদ্দেশ্যে অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে আলোচিত বিষয়বস্তু বা কোনো সিদ্ধান্তের বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
রাজনৈতিক অঙ্গনে এই বৈঠককে আসন্ন নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। অনেকেই মনে করছেন, নির্বাচনের সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ আয়োজন নিশ্চিত করতে সরকার প্রশাসনিক ও নিরাপত্তা দিকগুলো এখন থেকেই জোরদার করছে।
এতে উপস্থিত ছিলেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার হোসেন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক একেএম শহিদুর রহমান, কোস্ট গার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ আরও অনেকে।