বয়স মাত্র ১৮, কিন্তু ফুটবল দুনিয়ায় নামটা এখনই গর্জে উঠছে— লামিনে ইয়ামাল। বার্সেলোনার এই তরুণ উইঙ্গার মাঠে প্রতিপক্ষকে যেমন চমকে দেন, মাঠের বাইরেও এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
স্প্যানিশ দৈনিক এল পাইস জানিয়েছে, ইয়ামাল শিগগিরই কিনতে যাচ্ছেন এক প্রাসাদসম বাড়ি— যেটি একসময় ছিল বার্সা কিংবদন্তি জেরার্দ পিকে এবং তার সাবেক প্রেমিকা, বিশ্বখ্যাত পপ তারকা শাকিরার ঠিকানা।
বাড়িটির দাম ধরা হয়েছে ১ কোটি ১০ লাখ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫৬ কোটি টাকা। ২০১২ সালে নির্মিত এই বাড়িতে পিকে ও শাকিরা তাদের এক যুগের বেশি সময় কাটিয়েছিলেন। ২০২২ সালে বিচ্ছেদের পর বাড়িটি বিক্রির জন্য তোলা হয়। শুরুতে দাম চাওয়া হয়েছিল ১ কোটি ৪০ লাখ ইউরো (প্রায় ২০০ কোটি টাকা), তবে পরবর্তীতে একটি ভবন আলাদাভাবে বিক্রি হওয়ায় দাম কমে যায়।
৩,৮০০ বর্গমিটার আয়তনের এই বিশাল সম্পত্তিতে রয়েছে তিনটি ভবন— একটি মূল বাড়ি ও দুটি আলাদা গেস্টহাউস। এছাড়া ইনডোর ও আউটডোর সুইমিং পুল, টেনিস কোর্ট, জিমনেসিয়াম, একাধিক চত্বর এবং এমনকি একটি রেকর্ডিং স্টুডিওও আছে।
ছয়টি শয়নকক্ষ ও পাঁচটি বাথরুমবিশিষ্ট এই বাড়িটি ইয়ামালের নতুন ঠিকানা হতে যাচ্ছে বলেই জানা গেছে। তবে তিনি বাড়িটিতে নিজের রুচি ও প্রয়োজন অনুযায়ী সংস্কার কাজ করার পরিকল্পনা করেছেন।
এত দামি বাড়ি কেনার সামর্থ্য অবশ্য ইয়ামালের রয়েছে। সম্প্রতি তিনি বার্সেলোনার সঙ্গে ৬ বছরের নতুন চুক্তি করেছেন, যেখানে তার বার্ষিক আয় প্রায় ৩ কোটি ইউরো (৪২৭ কোটি টাকা)। চুক্তির পুরো মেয়াদে তার মোট আয় হতে পারে ১৮ কোটি ইউরো— প্রায় ২,৫০০ কোটি টাকারও বেশি।
এছাড়া বিজ্ঞাপন ও স্পনসরশিপ থেকেও বিশাল অর্থ আসছে। ফোর্বসের হিসাবে, সব মিলিয়ে ইয়ামালের বার্ষিক আয় দাঁড়াতে পারে প্রায় ৩ কোটি ৭০ লাখ ইউরো (প্রায় ৫২৭ কোটি টাকা), যা তাকে বিশ্বের সবচেয়ে বেশি আয় করা তরুণ ফুটবলারদের একজন করে তুলেছে।