গাজীপুর জেলার টঙ্গীর সাব-রেজিস্ট্রার মো. নুরুল আমীন তালুকদার (৬০), পিতা- মৃত শামস উদ্দিন তালুকদারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, আসামি মো. নুরুল আমীন তালুকদারের ১ টি বাড়ি ও অন্যান্য সম্পদসহ মোট ১ কোটি ৩ লাখ ৮৩ হাজার ৫৪৭ টাকা মূলের সম্পলদর তথ্য গোপন করেছেন। একই সাথে জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ ৪১ লাখ ৪৩ হাজার ৫৮৫ টাকার সম্পদ অর্জন করেন।
আজ মঙ্গলবার (২১ অক্টোবর) দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুর ইসলাম গণমাধ্যমকে এই তথ্য জানান। তিনি আরো জানান,আজ মঙ্গলবার দুদকের টাঙ্গাইল জেলা কার্যালয়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় একটি মামলা দায়ের করা হয়। মামলা নম্বর- ২১। আসামির বর্তমান ও স্থায়ী ঠিকানা : গ্রাম- লোকেরপাড়া, পো.- শিয়ালকোল, উপজেলা- ঘাটাইল, জেলা- টাঙ্গাইল। আসামি মো. নুরুল আমীন তালুকদার বর্তমানে পিআরএল ভোগ করছেন।
তিনি দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে সম্পদের তথ্য গোপন এবং সরকারী কর্মচারী হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তার অবৈধ এসব অর্থ উপার্জন করেন। তার জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৪১ লাখ ৪৩ হাজার ৫৮৫ টাকার সম্পদ পাওয়া যায়। এই অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় একটি মামলা রুজুকরা হয়।
আ. দৈ./কাশেম