জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, রাষ্ট্রের নিরাপত্তা ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা সত্ত্বেও নির্বাচন আয়োজন করা যায় না। রোববার (১৯ অক্টোবর) নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘জাতীয় নিরাপত্তা বহু ইস্যুতে ঝুঁকিপূর্ণ। বিমানবন্দর আগুন, কার্গো ডুবিসহ বিভিন্ন ঘটনা ঘটেছে। রাষ্ট্র নিরাপত্তা দিতে ব্যর্থ হলে কিভাবে একটি ক্রেডিবল নির্বাচন সম্ভব?’
তিনি আরও অভিযোগ করেন, প্রবাসী ভোটারসহ মৃত ভোটার তালিকা সঠিকভাবে হালনাগাদ করা হয়নি। বিভিন্ন স্কুল-কলেজে কর্মকর্তা নিয়োগে রাজনৈতিক প্রভাব দেখা যায়, যা নির্বাচনকে স্বচ্ছ ও নিরপেক্ষ হওয়া থেকে বিরত রাখে।
পাটওয়ারী বলেন, ‘ইনোভেশন এবং শাপলা প্রতীক নিয়ে আমাদের আলোচনা হয়েছে। শাপলা জাতীয় প্রতীক হিসেবে নির্বাচন করা হবে। তবে ইসি যদি দুর্নীতি ও মৃত ভোটার সমস্যার সমাধান করতে ব্যর্থ হয়, তাহলে তাদের পদত্যাগ জরুরি।’
এনসিপি নেতা আরও বলেন, ‘আমরা জনগণের ক্ষমতাকে প্রাধান্য দিতে চাই। বিএনপি বা জামায়াতের স্বার্থান্বেষী গণতন্ত্র নয়। এজন্য লড়াই চালিয়ে যাচ্ছি।’
বৈঠকে উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।