কারো বক্তব্য পূর্ণাঙ্গভাবে না শুনে, বিশ্লেষণ ছাড়াই কাটিং করে বিকৃতভাবে প্রচার না করতে সর্বমহলকে আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, কারো বক্তব্য বিকৃত করে অযথা বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ নেই।
রোববার (১৯ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
এ সময় সালাহউদ্দিন আহমেদ বলেন, গতকাল একটি সংগঠনের ব্যানারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছিলাম, গত শুক্রবার জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের দিন জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার মাঠে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে সেখানে প্রকৃত কোন জুলাই যোদ্ধা বা তদরূপ কোন সংগঠন জড়িত থাকতে পারে না। বলেছিলাম জুলাই যোদ্ধাদের ভেতরে ঢুকে ফ্যাসিবাদের দোসররা এই অপকর্ম করতে পারে। অথচ এই বক্তব্য কিছুটা বিকৃত করে বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা হচ্ছে। এটা থেকে সবাইকে বিরত থাকতে হবে।
এ ব্যাপারে এনসিপির সভাপতি নাহিদ ও জামায়াত ইসলামীর আমিরের প্রতিক্রিয়াও তুলে ধরেন বিএনপি'র স্থায়ী কমিটির এই সদস্য।
সালাহউদ্দিন জানান, জুলাই সনদের ৫ম দফার ব্যাপারে জুলাই যোদ্ধারাও আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল। এই দফা সংশোধনের জন্য ভেরিফাইড ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম এবং জাতীয় ঐকমত্য কমিশন ৫ম দফা সংশোধনও করে। সুতরাং এরপরে সংসদ ভবনে কোন জুলাই যোদ্ধা বিশৃঙ্খলা করতে যাবে এটা মনে করি না।
বিএনপিকে গণঅভ্যুত্থানের বিরুদ্ধে দাঁড় করানোর অপচেষ্টা চলছে জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, এই চেষ্টা কখনোই সফল হবে না। জুলাই অভ্যুত্থান শুধু ৩৬ দিনের ফসল নয়। এটা দীর্ঘ ১৬ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই আন্দোলন সংগ্রামের পরিসমাপ্তি। হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে এই পরিসমাপ্তির সোপান তৈরি হয়েছে।
জুলাই সনদের আইনি ভিত্তির ব্যাপারে তিনি বলেন, অবশ্যই সনদের আইনি ভিত্তি দেয়া হবে এবং সনদ বাস্তবায়ন করা হবে। এটি করবে পরবর্তী পার্লামেন্ট।
নির্বাচন নিয়ে কোন সংশয় আছে কিনা এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমেদ বলেন, সরকার এবং নির্বাচন কমিশন ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত করার জন্য সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে, কাজ করছে। তাছাড়া কোন রাজনৈতিক দল বলেনি নির্বাচন করব না বরং সব দল নির্বাচনে অংশগ্রহণের অপেক্ষায় আছে। তাই ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোন সংশয় দেখি না।
আ.দৈ/ওফা