এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে ফিরতি লেগে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল খাওয়ার পর দ্বিতীয়ার্ধে রাকিব হোসেনের দারুণ গোল বাংলাদেশকে হার এড়াতে সাহায্য করেছে।
মঙ্গলবার হংকংয়ের কাই তাক স্পোর্টস পার্কে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। ম্যাচের শুরুতে কয়েকটি আক্রমণ ঠেকিয়ে আত্মবিশ্বাসী দেখাচ্ছিল লাল–সবুজ জার্সিধারীদের। কিন্তু ৩৬ মিনিটে বড় ধাক্কা খায় দলটি। ডিফেন্ডার তারিক কাজী বক্সের ভেতর ফার্নান্দোকে ফাউল করলে পেনাল্টি পায় স্বাগতিকরা।
জাপানি রেফারি পেনাল্টির বাঁশি বাজানোর পাশাপাশি তারিককে হলুদ কার্ড দেখান। স্পট কিকে গোল করতে ভুল হয়নি হংকংয়ের ম্যাট ওরের। প্রথমার্ধ শেষ হয় স্বাগতিকদের ১-০ ব্যবধানে এগিয়ে থেকে।
দ্বিতীয়ার্ধে ম্যাচের ৭৩ মিনিটে সংখ্যাগত সুবিধা পায় বাংলাদেশ। মিডফিল্ডে বাংলাদেশের শমিতকে সাইডলাইনের কাছে ফাউল করেন হংকংয়ের অলিভার গেরবিগ। এটি ছিল তার দ্বিতীয় হলুদ কার্ড, ফলে মাঠ ছাড়তে হয় তাকে।
দশজনের হংকংকে চেপে ধরে শেষ দিকে আক্রমণে যায় বাংলাদেশ। ম্যাচের ৮৪ মিনিটে বদলি খেলোয়াড় ফাহিম বাম দিক থেকে ক্রস করেন। ফাহমিদুল হেডে বল নামিয়ে দেন রাকিবের সামনে, রাকিব ঠান্ডা মাথায় প্লেসিংয়ে বল পাঠান জালে। শেষ পর্যন্ত সেই গোলেই হংকংয়ের মাঠ থেকে এক মূল্যবান পয়েন্ট নিয়ে ফিরছে বাংলাদেশ।