জিম্মি ও বন্দি মুক্তিসহ বিভিন্ন শর্ত বাস্তবায়নের লক্ষ্যে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চলছিল। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে মিশরে বিভিন্ন দেশের নেতাদের উপস্থিতিতে সই হয়েছিল গাজা শান্তি চুক্তি।
এরই ধারাবাহিকতায় রোববার ও সোমবার হামাস ও ইসরায়েলের মধ্যে জিম্মি ও বন্দি বিনিময় সম্পন্ন হয়। ফলে দুই পক্ষেই তৈরি হয় এক উৎসবমুখর পরিবেশ। কিন্তু এমন সময়েই গাজায় আবারও হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। এতে যুদ্ধবিরতির অন্যতম লক্ষ্য ‘যুদ্ধ বন্ধ’ এখন প্রশ্নের মুখে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, গাজা সিটির শুজাইয়া পাড়ায় ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত ৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) ঘটনাটি স্বীকার করে জানায়, নিহত ব্যক্তিরা তাদের সেনাদের দিকে এগিয়ে যাচ্ছিলেন। তাদের ভয়ভীতি দেখিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হলেও তারা কথিত ‘হলুদ সীমা’ অতিক্রম করায় গুলি চালানো হয়। গাজার বাসিন্দাদের সেনাদের কাছাকাছি না যাওয়ারও আহ্বান জানিয়েছে আইডিএফ।