এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার রাজনীতিবিদ ও মানবাধিকারকর্মী মারিয়া কোরিনা মাচাদো। শুক্রবার এ ঘোষণা দেয় নোবেল কমিটি। খবর বিবিসির।
‘ভেনিজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় অক্লান্ত পরিশ্রম এবং একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রে ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ উত্তরণ অর্জনের সংগ্রামের জন্য’ নরওয়েজিয়ান নোবেল কমিটি ২০২৫ সালের জন্য মারিয়া করিনা মাচাদোকে নোবেল শান্তি পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নেয়।
গত এক বছরে মাচাদোকে আত্মগোপনে থাকতে বাধ্য করা হয়েছে। তার জীবনের বিরুদ্ধে গুরুতর হুমকি সত্ত্বেও তিনি দেশেই থেকে গেছেন। এটি এমন একটি সিদ্ধান্ত যা লাখ লাখ মানুষকে অনুপ্রাণিত করেছে। তিনি তার দেশের বিরোধীদের একত্রিত করেছেন। ভেনেজুয়েলার সমাজের সামরিকীকরণ প্রতিরোধে তিনি কখনো দ্বিধা করেননি। গণতন্ত্রে শান্তিপূর্ণ উত্তরণের জন্য তিনি তার সমর্থনে অবিচল ছিলেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পুরস্কার জেতার জন্য গণপ্রচারণা চালিয়েছিলেন। কিন্তু মনোনয়ন শেষ হয়ে গিয়েছিল জানুয়ারিতে— তার দ্বিতীয় মেয়াদের শুরুতে।
আ.দৈ/ওফা