পদার্থবিজ্ঞানে বিশেষ অবদান রাখায় নোবেল পুরষ্কার পেলেন মার্কিন যুক্তরাষ্ট্রের তিন অধ্যাপক। আজ মঙ্গলবার পদার্থবিজ্ঞানে নোবেলপ্রাপ্তদের নাম ঘোষণা করে দ্য রয়েল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্স
নোবেলপ্রাপ্ত তিন অধ্যাপক হলেন জন ক্লার্ক, মাইকেল এইচ. ডেভোরেট ও জন এম. মার্টিনিস। এ তিন মার্কিন বিজ্ঞানী ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এবং ইলেট্রিক সার্কিটে এনার্জি কোয়ান্টিসেশন নিয়ে গবেষণার জন্য নোবেল পুরস্কার পেলেন।
পুরস্কার হিসেবে ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনা পাবেন। এ অর্থ তিনজনের মধ্যে সমান ভাগে ভাগে করে দেওয়া হবে। এ ছাড়া তারা সনদ ও মেডেল পাবেন।