বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬,
১৫ মাঘ ১৪৩২
ই-পেপার

বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬
আন্তর্জাতিক
গাজামুখী ফ্লোটিলায় ইসরাইলি বাধা,ইউরোপজুড়ে বিক্ষোভ
ডেস্ক রিপোর্ট:
Publish: Friday, 3 October, 2025, 10:06 PM  (ভিজিট : 52)

গাজার জন্য মানবিক সহায়তা বহনকারী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরাইলি বাহিনীর বাধার প্রতিবাদে ইউরোপজুড়ে বিক্ষোভ চলছে। ইউরোপের বিভিন্ন শহরে বৃহস্পতিবার এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। খবর বার্তা সংস্থা এএফপি’র।

বিক্ষোভকারীরা ইসরাইলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। সঙ্গে ইউরোপীয় সরকারগুলোর কাছে ইসরাইলের বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞার দাবি জানান।

গাজায় ইসরাইলের অবরোধকে চ্যালেঞ্জ জানাতে গত মাসে বার্সেলোনা থেকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা যাত্রা শুরু করে। প্রায় দুই বছর ধরে চলমান ইসরাইল-হামাস যুদ্ধের কারণে জাতিসংঘ গাজায় দুর্ভিক্ষ পরিস্থিতি ঘোষণা করেছে। বুধবার থেকে ইসরাইল নৌবাহিনী ফ্লোটিলাকে আটক করে এবং গাজা উপকূলে পৌঁছাতে বাধা দেয়।

বৃহস্পতিবার  ইসরাইলি কর্মকর্তাদের বরাতে বলা হয়, ৪শ’রও বেশি মানুষসহ ৪১টি জাহাজ ইসরাইলি নৌবাহিনী আটকে দিয়েছে এবং উপকূলীয় অঞ্চলে পৌঁছাতে বাধা দিচ্ছে। যাদের মধ্যে রাজনীতিবিদ ও জলবায়ু গ্রেটা থুনবার্গও আছেন।

বার্সেলোনায় প্রায় ১৫ হাজার মানুষ ইসরাইলের কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে। মিছিলকারীরা ‘ইউ আর নট এ্যালোন’, ‘বয়কট ইসরাইল’ এবং ‘ফ্রিডম ফর প্যালেস্টাইন’-এর মতো স্লোগান দেন।

স্পেনের সরকারি টেলিভিশনে সম্প্রচারিত ছবিতে দেখা যায়, বিক্ষোভকারীদের একটি অংশ ব্যারিকেড ভাঙ্গার চেষ্টা করলে দাঙ্গা পুলিশ তাদের লাঠিচার্জ করে। 

বার্সেলোনার সাবেক মেয়র আদা কোলাউ যেই জাহাজে ছিলেন সেটিও থামানো হয়েছে। কোলাউ এবং তার সঙ্গে থাকা প্রতিবাদকারীদের ইসরায়েল থেকে বের করে দেওয়ার (ডিপোর্ট) সম্ভাবনা রয়েছে। যাদের মধ্যে নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডলা ম্যান্ডেলাও রয়েছেন। 

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন মাদ্রিদে প্রায় ১০ হাজার অংশগ্রহণকারী একই রকম প্রতিবাদে অংশ নেয়। বিলবাও, সেভিয়া এবং ভ্যালেন্সিয়াসহ অন্যান্য স্প্যানিশ শহরেও বৃহস্পতিবার রাতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। 

এএফপি’র এক সাংবাদিক জানান, প্যারিসের প্লেস দে লা রিপাবলিকের সামনে প্রায় এক হাজার মানুষ বিক্ষোভে অংশ নেয়। দক্ষিণ ফ্রান্সের বন্দরের শহর মার্সেইলে প্রায় ১শ’ ফিলিস্তিন সমর্থককে আটক করা হয়েছে। তারা ইসরায়েলে সামরিক উপকরণ বিক্রির অভিযোগে ইউরোলিঙ্কস নামের অস্ত্র প্রস্তুতকারী সংস্থার অফিসে প্রবেশ রোধ করার চেষ্টা করেছিল।

ইতালিতে শুক্রবার ফ্লোটিলার প্রতি সংহতি জানিয়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে প্রধান শ্রমিক ইউনিয়নগুলো। অন্যদিকে হাজার হাজার মানুষ রাজপথে নেমে প্রধানমন্ত্রী জিওর্জিয়া মেলোনিকে তাদেরকে রক্ষার আহ্বান জানায়।

বিক্ষোভকারীরা স্লোগান দেয়, ‘আমরা সবকিছু বন্ধ করতে প্রস্তুত। গণহত্যার যন্ত্রটি অবিলম্বে বন্ধ করতে হবে।’ বিক্ষোভকারীদের একজন ৭৬ বছর বয়সী জিয়ানফ্রানেকা পাগ্রিয়ারুলো। তিনি অভিযোগ করে বলেন, ‘প্রধানমন্ত্রী মেলনি যথেষ্ট পদক্ষেপ নেননি।’

ইতালি ফ্লোটিলার সুরক্ষার জন্য একটি যুদ্ধজাহাজ পাঠিয়েছিল, কিন্তু প্রধানমন্ত্রী জাহাজগুলোকে ফিরতে বলেছিলেন। তাই সেটি ত্রাণবাহী নৌবহরকে ইসরাইলের অবরোধ অতিক্রম করতে সাহায্য করেনি। পাগ্রিয়ারুলো আরও বলেন, ‘অভিযুক্তদের রক্ষা করার পরিবর্তে, সরকার ভুক্তভোগীদের রক্ষা করছে, যা সহ্য করা যায় না।’

ব্রাসেলসে ইউরোপীয় পার্লামেন্টের সামনেও প্রায় ৩ হাজার মানুষ বিক্ষোভ করে।  আইসিস নামে একজন প্রতিবাদকারীএফপিটিভিকে বলেন, ‘প্রতিটি জাহাজকে রক্ষা করতে হবে।’ তিনি ইউরোপীয় ইউনিয়নকে অনুরোধ করেন, চুক্তির মাধ্যমে ইসরায়েলের বিশাল অথ সহায়র্তা বন্ধ করার।

জেনেভাতে একই ধরনের বিক্ষোভ হয়েছে, যাদের বেশিরভাগই ছিল তরুণ। এএফপি’র এক সাংবাদিক এবং সুইস সম্প্রচারমাধ্যম জানিয়েছে, প্রতিবাদকারীরা কেন্দ্রীয় স্টেশনের কাছে আগুন ধরিয়ে দেয়। পরে তারা লেক জেনেভার শেষ সীমায় অবস্থিত মন্ট ব্ল্যাঙ্ক ব্রিজে যান। সেখানে পুলিশের বাধার মুখে পড়েন।

মালয়েশিয়ার কুয়ালালামপুরেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ৪৩ বছর বয়সী বিক্ষোভকারী ইলি ফারহান বলেন, ‘আমরা রাগান্বিত, তারতোা শুধু ত্রাণ ও শিশুখাদ্য নিয়ে গেছে, এই আটক অবিচার।’  বিক্ষোভের মূল লক্ষ্য ছিল ফ্লোটিলাকে রক্ষার আহবান এবং ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা।

আ. দৈ./কাশেম
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ঋণ খেলাপিদের জন্য লাল কার্ডের হুঁশিয়ারি, বিদেশি নাগরিকরাও ছাড় পাবেন না: আসিফ মাহমুদ
ভোটকালীন ৩ দিনের জন্য মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ
ফরিদপুরের ভাঙ্গায় ২৪ ঘন্টার মধ্যে লুণ্ঠিত গরু ও নগদ দেড় লাখ টাকাসহ ৩ জন গ্রেপ্তার
বিশ্বকাপ আয়োজন পরিবর্তনের ইঙ্গিত, স্থান হতে পারে আরব আমিরাত
পিপলস ব্যাংকের চেয়ারম্যান সস্ত্রীক দেশত্যাগে বাধা,৩৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

লোপাটের জন্যই ঢাকা দক্ষিণের দ্বিগুন ঢাকা উত্তরের বাজেট করেন প্রশাসক এজাজের
বিভাগীয় সভাপতির অনুপস্থিতিতে ইবির নিয়োগ বোর্ড স্থগিত, ওই শিক্ষকের পদত্যাগের দাবি শিক্ষার্থীদের
যাকে ভোট দেবেন, বুঝে-শুনেই দেবেন: নাহিদ ইসলাম
চলমান আলোচনার ফাঁকে সৌদিতে খেলতে নামলেন সাকিব
দেশে নির্বাচনের গণজোয়ার বইছে, ভোটার ও জনগনের নিরাপত্তার আহ্বান-আমান উল্লাহ আমানের
আন্তর্জাতিক- এর আরো খবর
close
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik@gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝