বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫,
২৯ কার্তিক ১৪৩২
ই-পেপার

বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
অর্থ-বাণিজ্য
ভোলায় আড়তে ইলিশ বেচা- কেনার ধুম
ডেস্ক রিপোর্ট:
Publish: Friday, 3 October, 2025, 9:59 PM  (ভিজিট : 46)

শুক্রবার ভোলা জেলার বিভিন্ন বাজার ও আড়তে ছিল ইলিশ বেচা- কেনার ধুম। ইলিশ মাছ ধরায় ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা শুরু হচ্ছে শনিবার (০৪ অক্টোব) থেকে। তাই শেষদিন শুক্রবার ভোলা জেলার বিভিন্ন বাজার ও আড়তে ছিল ইলিশ বেচা- কেনার ধুম। 
শেষ সময়ে স্থানীয় মাছঘাট ও মৎস্য বন্দরগুলো ছিল খুবই সরগরম। শুক্রবার শেষ বিকেলেও জেলার মাছঘাটগুলোতে ইলিশ বেচাকেনা ছিলো চোখে পড়ার মতো।

আজ শুক্রবার (৩ অক্টোবর) ভোর থেকেই দ্বীপ জেলা ভোলার বাজার, আড়ত, মাছঘাট ও মৎস্য বন্দরগুলো ছিল ইলিশ মাছে ক্রেতা ও বিক্রেতাদের আসা- যাওয়ায় সরগরম। আড়ৎদাররা কেউ মাছের ঝুড়ি ভরেছেন মোকামে ইলিশের শেষ চালান পাঠাবেন বলে।

 পাইকাররা জেলেদের কাছ থেকে ইলিশ কিনে বাজার আর নদী পাড়ে কেনা-বেচার পসরা বসিয়েছেন। সারাদিন দরদাম ও ইলিশ বিকি-কিনিতে  লাভক্ষতির হিসেব-নিকেশ। শুক্রবার সকাল থেকেই ভোলার মেঘনা, তেতুলিয়া, কালাবাদর আর ইলিশা নদীরঘাটের আড়ৎ ও বাজারগুলো সরেজমিন ঘুরে দেখা গেছে ইলিশ কেনাবেচার এমন চিত্র। 

ভোলা সদরের তুলাতুলি মাছঘাটে সরেজমিন দেখা গেছে, নদী থেকে ইলিশ শিকার করে নৌকা-ট্রলার নিয়ে একের পর এক ঘাটে ভিড়ছেন জেলেরা। শেষদিনে কাঙ্ক্ষিত ইলিশ পেয়ে আনন্দ সবার মনে। ইলিশের ঝাঁক নিয়ে ঘাটে আসতেই মূহুর্তেই যেন সব ইলিশ বিক্রি শেষ ! ঘাটের আড়ৎদার মো.জামালউদ্দিন জানান, বৃহস্পতিবার দিবাগত শুক্রবার ভোররাত থেকে ঘাটে প্রচুর ইলিশের সমাগম ঘটলেও তুলনামূলকভাবে ক্রেতার সংখ্যা অনেক বেশী। তিনি জানান, ফজরের নামাজের পর ঘাটে সাধারণ ক্রেতাদের কারনে শেষদিনের মতো ইলিশ কিনে মোকামে পাঠাতে পারেননি। 

তুলাতুলি ঘাটে ইলিশ মাছ কিনতে এসেছেন জেলা শহরের বাসিন্দা শেফালী বেগম। সাথে ছিলেন তার স্বামী রফিউদ্দিন। তিনি জানান, আগামী তিন সপ্তাহের বেশী সময় ইলিশ মাছধরা বন্ধ থাকবে তাই কিনতে এসেছেন। ইলিশ কিনে রেফ্রিজারেটওে রাখবেন। জানালেন, ঘাটের কবির মাঝির কাছ থেকে তিনি সাড়ে ১২ হাজার টাকার ছোট-বড় ইলিশ কিনেছেন। দাম যাই হোক তাতে আফসোস নেই, ইলিশ পেয়েছেন এতেই সন্তষ্ট শেফালী বেগম।

মাছ ঘাটে ইলিশ কিনতে এসেছেন শহরের উকিল পাড়া’র বাসিন্দা নিজামুদ্দিন। তিনি জানান, ঢাকা থেকে মেয়ে ও জামাই আসছেন আগামি সপ্তাহে। শনিবার তেকে সামনে অনেকদিন নদীতে মাছ ধরা বন্ধ,তাই আপ্যায়নের জন্য শুক্রবারই ইলিশ কিনতে হবে। 

শহরতলীর ইলিশা মাছঘাটের আড়তদার বাদশা মিয়া জানান, মোকামে আজ মাছ পাঠাতে না পারলেও সকাল থেকে স্থানীয় ক্রেতাদের কাছে খুচরাভাবে ইলিশ বিক্রি করে ভালোই লাভ হয়েছে। এই ঘাটে গিয়ে কথা হয় স্থানীয় জেলে মাকসুদ মাঝি, মনির মাঝি ও কানাই লালের সাথে। তারা জানান, শুক্রবার ভোররাত থেকে মেঘনা নদীতে জাল ফেলে প্রচুর ইলিশ পেয়েছেন কিন্তু তেমন লাভ হয়নি। কারন, মহাজনের দাদন শোধ করতে গিয়ে ইলিশ চলে গেছে। 

জেলা মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেন জানান, শনিবার (৪ অক্টোবর) থেকে আগামী ২৫ অক্টোবর ২২ দিন পর্যন্ত ভোলা উপকুলের মৎস্য অভয়ারণ্যের ১৯০ কিলোমিটার এলাকাজুড়ে সবধরনের মাছধরায় সরকারি নিষেধাজ্ঞা বহাল থাকবে। এ সময়ে কেউ মাছ ধরতে নদীতে নামলে কিংবা বাজারগুলোতে ইলিশ মজুত বা বেচাকেনা করতে গেলেও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আ. দৈ./কাশেম

আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

সেনাবাহিনী-বিজিবি-পুলিশের অবস্থান ট্রাইব্যুনালে
প্রধান উপদেষ্টা সভাপতিত্বে উপদেষ্টা পরিষদ
১৭ নভেম্বর হাসিনা ও আসাদুজ্জামানের মামলার রায়
হিরো আলমকে আটক করতে গ্রেফতারি পরোয়ানা জারি
সেনা কর্মকর্তা সেজে প্রেমের জাল বুনলেন প্রতারক
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে গ্রেফতার হওয়া আ'লীগ নেতা ফারুক কারাগারে
ডিএনসিসি প্রশাসকের দপ্তরের নাম ভাঙ্গিয়ে কোটি কোটি টাকার অবৈধ বাণিজ্য
বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি আরিফ; সম্পাদক উবাইদা
রাজধানীতে ফায়ার সার্ভিসের গেটের পাশে বাসে অগ্নিকাণ্ড
ফরিদপুরে জেলা আ.লীগের সভাপতি ফারুক হোসেন আটক
অর্থ-বাণিজ্য- এর আরো খবর
close
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik$gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝