বাংলাদেশে স্বাস্থ্যসেবা উন্নয়নের জন্য নার্সিং পেশাকে যথাযথ মর্যাদা দিতে হবে বলে মন্তব্য করেছেন লেখক ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। তার মতে, স্বাস্থ্যব্যবস্থায় নার্সরা কোনোভাবেই ডাক্তারদের অধীন নয়, বরং ডাক্তারদের মতোই সমান গুরুত্বপূর্ণ অবদান রাখেন তারা।
বৃহস্পতিবার (২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ‘উন্নত গণমুখী স্বাস্থ্যসেবা নিশ্চিতে নার্সিং সংস্কার’ বাস্তবায়নের দাবিতে এ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ)।
ফরহাদ মজহার বলেন, “নার্সিং একটি মহৎ ও প্রয়োজনীয় পেশা। চিকিৎসা বলতে শুধু ডাক্তার, প্রেসক্রিপশন বা ওষুধ বোঝা ঠিক নয়। এমন সংকীর্ণ ধারণা থেকে বের হতে হবে।” তিনি বলেন, দেশে এখন এমন অবস্থা হয়েছে, যেন ১০টি দোকানের মধ্যে ৯টিতেই ওষুধ বিক্রি হয়, আর একটি দোকান খাবারের। এই প্রবণতাকে তিনি “ডাক্তারিকরণ” (medicalization) হিসেবে উল্লেখ করেন, যেখানে প্রতিটি অসুস্থতাকে ওষুধ আর প্রেসক্রিপশনের মাধ্যমে সমাধান করতে চাওয়া হয়।
তিনি বলেন, প্রকৃত স্বাস্থ্য মানে হলো রোগ প্রতিরোধ, স্বাস্থ্যসম্মত খাদ্য, সঠিক কৃষিনীতি এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা। বিশেষ করে নারীদের জীবনে এমন অনেক শারীরিক ও মানসিক পর্যায় আসে, যেখানে নার্সরাই সবচেয়ে কার্যকর ভূমিকা রাখেন, অথচ তাদের পেশাকে এখনো ডাক্তারদের নিচে রাখা হয়।
ফরহাদ মজহার আরও বলেন, “পূর্ববর্তী সরকারগুলো বারবার সবাইকে স্বাস্থ্যসেবা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তা হয়নি। অথচ এসব প্রতিশ্রুতি দেখিয়ে বিদেশ থেকে কোটি কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে। সেই অর্থ কোথায় গেল, তা খতিয়ে দেখতে হবে।”
তিনি মনে করেন, নার্সদের পেশাগত মর্যাদা নিশ্চিত না করলে দেশের স্বাস্থ্যব্যবস্থা আরও অবনতি ঘটবে। এজন্য নার্সদের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে তিনি বলেন, “এই দাবিগুলোর বাস্তবায়ন এখন সময়ের দাবি।”
সংবাদ সম্মেলনে বিএনএর সভাপতি ডা. মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে ঢাকা মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালের নার্সরা উপস্থিত ছিলেন।