আওয়ামী লীগের কার্যক্রমের ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে কোনো মন্তব্য করেননি প্রধান উপদেষ্টা। বরং এ নিয়ে যেসব তথ্য সম্প্রতি বিভিন্ন মাধ্যমে প্রচারিত হয়েছে, তা ভুল অনুবাদের ফলে সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।
এক সাক্ষাৎকারে প্রেস সচিব বলেন, “প্রধান উপদেষ্টা কখনও বলেননি যে আওয়ামী লীগের ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। অনুবাদের ভুলের কারণে এমন বিভ্রান্তি তৈরি হয়েছে।”
তিনি আরও বলেন, “প্রধান উপদেষ্টা কেবল আওয়ামী লীগের বর্তমান স্ট্যাটাস বা অবস্থান সম্পর্কে তথ্য দিয়েছেন। কিন্তু কোনোভাবেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা বলেননি। বরং যে বক্তব্য ঘিরে এই ব্যাখ্যা তৈরি হয়েছে, তা প্রেক্ষাপটবিহীনভাবে তুলে ধরা হয়েছে।”
প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টার বক্তব্য বাংলা অনুবাদে আংশিকভাবে ব্যবহৃত হয়েছে, যা প্রকৃত বক্তব্যের বিকৃতি। তিনি বলেন, “এই অনুবাদ বিভ্রান্তিকর। প্রধান উপদেষ্টা স্পষ্ট করে বলেছেন নিষেধাজ্ঞা যেখানে আছে, সেখানে তা থাকবে। সরকারের এমন কোনো সিদ্ধান্ত নেই যে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।”
এ বিষয়ে তিনি পিআইবির বাংলা ফ্যাক্ট-চেকের কথা উল্লেখ করে বলেন, “বিষয়টি সঠিকভাবে বিশ্লেষণ করেছে ফ্যাক্ট-চেক দল। যারা অনুবাদ করেছে, তারা পুরো বক্তব্যের ধারাবাহিকতা অনুসরণ করেনি। এতে ভুল বার্তা তৈরি হয়েছে।”
একইসঙ্গে আসন্ন নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা আছে কি না জানতে চাইলে প্রেস সচিব বলেন, “আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি নির্বাচন সময়মতোই অনুষ্ঠিত হবে। সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবে। দেশজুড়ে নির্বাচন নিয়ে ইতোমধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।”
তিনি আরও বলেন, “প্রতিটি এলাকায় সম্ভাব্য প্রার্থীরা নিজেদের তুলে ধরছেন, ব্যানার-ফেস্টুনে মুখর গ্রাম-শহর। রাজনৈতিক মাঠ এখন থেকেই সরব হয়ে উঠেছে।”