আফগানিস্তানে তালেবান প্রশাসন অনির্দিষ্টকালের জন্য ইন্টারনেট ও টেলিযোগাযোগ সেবা বন্ধ করে দিয়েছে। ফলে পুরো দেশজুড়ে কার্যত একটি ডিজিটাল ব্ল্যাকআউটের সৃষ্টি হয়েছে।
ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস জানিয়েছে, সোমবার (২৯ সেপ্টেম্বর) থেকে আফগানিস্তানের ইন্টারনেট সংযোগ প্রায় পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে কেবল সাধারণ জনগণের দৈনন্দিন যোগাযোগই ব্যাহত হয়নি, আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোও দেশটির রাজধানী কাবুলে তাদের অফিসের সঙ্গে সংযোগ হারিয়েছে।
খবরে আরও বলা হয়েছে, মোবাইল ইন্টারনেট, টেলিফোন নেটওয়ার্ক এবং স্যাটেলাইট টিভি সম্প্রচারে গুরুতর ব্যাঘাত ঘটেছে। এ বিষয়ে তালেবান প্রশাসন এখনও কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানা গেছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত টেলিযোগাযোগ সেবা বন্ধ থাকবে।
সূত্র: রয়টার্স
আ.দৈ/ওফা