যারা নির্বাচন বানচাল করতে চায়, জনগণ তাদের প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, `দেশের গণতন্ত্র উত্তরণে যারা বাধা সৃষ্টি করবে জনগণই তাদেরকে প্রতিহত করবে।'
আগামী ফেব্রুয়ারি নির্বাচন বানচাল করতে দেশি—বিদেশি ষড়যন্ত্র কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর জিয়া উদ্যানে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা ও ফাতিহা পাঠ শেষে এসব কথা বলেন তিনি।
সালাহউদ্দিন আহমেদ বলেন, “দেশের অভ্যন্তরে একটি বিশেষ মহল ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করতে দৃশ্যমান ষড়যন্ত্র করছে, যাতে ইন্ধন দিচ্ছে আন্তর্জাতিক কিছু মহল। তবে অতীতের যে কোনো সময়ের তুলনায় দেশের জনগণ এখন ঐক্যবদ্ধ। জনগণ এই ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে প্রতিহত করবে।”
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশন ফেব্রুয়ারতে নির্বাচন অনুষ্ঠিত করতে নানা প্রস্তুতি সম্পন্ন করছে। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। জনগণ অধীর আগ্রহে অপেক্ষায় আছেন তাদের ভোটাধিকার ফেরত পাওয়ার। অথচ বিশেষ কিছু মহল চায় না দেশে নির্বাচন অনুষ্ঠিত হোক। মানুষ তাদের অধিকার ফিরে পাক।”
সালাহউদ্দিন আরো বলেন, “পিআর মানে পার্মানেন্ট রেস্টলেসনেস! বাংলাদেশে পিআর পদ্ধতি চলবে না। কারণ এই পদ্ধতিতে একটি দেশে কখনো স্থিতিশীল সরকার গঠন হয় না। রাজনীতিতে নানা বিশৃঙ্খলা অরাজকতা তৈরি করে। জনগণ ভোট দেবে অথচ তারা জানবে না তাদের প্রতিনিধি কে হবে।”
এ সময় তিনি আশা প্রকাশ করে বলেন, “আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। জনগণ তাদের অধিকার ফিরে পাবে।”
আ.দৈ/ওফা