আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি প্রতিষ্ঠার ৩ দশক পূর্তি উদযাপন করছে। ‘সর্বদাই শরীয়াহ্’ স্লোগানকে সামনে রেখে ১৯৯৫ সালের ২৭ সেপ্টেম্বর যাত্রা শুরু করে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক।
এই গৌরবময় মাইলফলক অতিক্রম উপলক্ষ্যে গত রোববার ব্যাংকের প্রধান কার্যালয় এবং দেশব্যাপী ২২৬টি শাখা, ৮৮টি উপশাখায় আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ব্যাংকটির প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান খাজা শাহরিয়ার। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির চেয়ারম্যান মোঃ আব্দুল ওয়াদুদ, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোঃ শাহীন উল ইসলাম, বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আশরাফুল হাছান এফসিএ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ রাফাত উল্লা খান।
প্রধান অতিথির বক্তব্যে বাংকের চেয়ারম্যান খাজা শাহরিয়ার ৩০ বছর পূর্তির এ মাহেন্দ্রক্ষণে গ্রাহক, শুভানুধ্যায়ী ও অংশীদারসহ সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আপনাদের বিশ্বাস, সহযোগিতা ও ভালোবাসাই ব্যাংকের এই দীর্ঘ যাত্রার মূল প্রেরণা।