এশিয়া কাপে সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে ১১ রানে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) পাকিস্তানের বিপক্ষে জিতলেই ফাইনালে উঠার সুযোগ ছিল টাইগারদের সামনে। তবে দুর্দান্ত বোলিংয়ের পরও ব্যাটিং ব্যর্থতায় সেই স্বপ্ন চুরমার হয়ে যায়।
প্রথমে ব্যাট করে পাকিস্তানকে মাত্র ১৩৫ রানে অলআউট করে বাংলাদেশ। এটাই ছিল ম্যাচে টাইগারদের সবচেয়ে বড় সাফল্য। সবুজ গ্যালারিতে তখন উচ্ছ্বাস আর আশার জোয়ার। কিন্তু জয়ের জন্য মাত্র ১৩৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ থেমে যায় ১২৪ রানেই, ৯ উইকেট হারিয়ে।
বাংলাদেশের ব্যাটারদের আসা—যাওয়ার মিছিলে শেষ পর্যন্ত ম্যাচ ও ফাইনাল—দুটিই হাতছাড়া হয়। এই হারের ফলে এবারের এশিয়া কাপ থেকেই বিদায় নিতে হলো।
অন্যদিকে, এই জয়ের মাধ্যমে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ফাইনালে উঠেছে পাকিস্তান। আসরের ফাইনালে তৃতীয়বার মুখোমুখি হতে যাচ্ছে উপমহাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বী—ভারত ও পাকিস্তান। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর।
আ.দৈ/ওফা