৩২ বছর বয়সি লুসি ব্যাঙ্কস জীবনের বাঁধাধরা চাকরি ছেড়ে নিজস্ব পেশায় স্বাধীনতা অর্জন করেছেন। লুসি এখন অস্ট্রেলিয়ার পার্থে প্রাপ্তবয়স্কদের জন্য ভিডিও তৈরি করে থাকেন এবং তার রোজগার ব্যাংকের চাকরির তুলনায় প্রায় চার গুণ।
লুসি মাত্র ১৭ বছর বয়সে ব্যাংকে চাকরি পেয়েছিলেন। ছোট থেকেই স্বাবলম্বী লুসি নিজে পড়াশোনা ও জীবনযাপন চালাতেন। তবে কয়েক বছর ধরে ব্যাংকের কাজের চাপ ও গ্রাহককে ঠকানোর মতো দায়িত্বে তিনি অসন্তুষ্ট হয়ে পড়েন।
লুসি জানান, “ব্যাংকের বার্ষিক লক্ষ্য পূরণে অনেক সময় আমাদের বাধ্য করা হত, যা আমার নৈতিকতার সঙ্গে মানানসই ছিল না। একবার প্রতিবাদ করায় আমাকে বরখাস্তের হুমকিও দেওয়া হয়েছিল। তখন বুঝতে পারলাম, অন্য কিছু করতে হবে।”
চাকরি ছাড়ার সময়ই তার স্বামীকে বিচ্ছেদ নিতে হয়। দুই সন্তানের দায়িত্বও তার কাঁধে আসে।
একজন বন্ধুর সাহায্যে লুসি জানতে পারেন, প্রাপ্তবয়স্কদের ভিডিও তৈরি করে রোজগার করা সম্ভব। প্রথমে প্রক্রিয়া বোঝা কঠিন হলেও ধীরে ধীরে তিনি পেশায় দক্ষ হয়ে ওঠেন। এখন লুসি নিজের বিছানায় ভিডিও শুটিং করেন, ছেলেদের স্কুল পাঠানোর পাশাপাশি।
লুসি বলেন, “নতুন পেশায় আসার পর আমি অনেক আত্মবিশ্বাসী হয়েছি। নিজের ও শরীরের যত্ন নিতে শিখেছি। ছেলেদের খরচ চালাতে আর সমস্যা হয় না। মাসিক রোজগার ব্যাংকের চাকরির তুলনায় চার গুণ।”
তিনি আরও জানিয়েছেন, স্টুডিও বা বিদেশি প্রযোজনা সংস্থার প্রস্তাবে রাজি হননি, যাতে তার সন্তানের লালন-পালনে কোনো সমস্যা না হয়। লুসির নতুন জীবনধারা তাকে নিয়ন্ত্রণ ও স্বাধীনতা দিয়েছে। তিনি এখন নিজের কাজের সময়ে নিজেই মালিক। সপ্তাহান্তে ছুটি কাটাতে পারেন, প্রয়োজন হলে কাজে নামেন। দুই সন্তানকে নিয়ে সুখী জীবন কাটাচ্ছেন লুসি, যা তার জন্য সবচেয়ে বড় পুরস্কার।
লুসি জানান, ‘আমি আর ব্যাংকের বাঁধাধরা চাকরিতে ফিরতে চাই না। এখন আমি নিজের ইচ্ছা ও সময় অনুযায়ী কাজ করি। এভাবেই বাকি জীবন দুই ছেলের সঙ্গে হেসেখেলে কাটাতে চাই।’