নির্বাচন কমিশনের (ইসি) কাছে ‘শাপলা’, ‘সাদা শাপলা’ অথবা ‘লাল শাপলা’ প্রতীককে নির্বাচন পরিচালনা বিধিমালায় অন্তর্ভুক্ত করে দলটির অনুকূলে বরাদ্দ দেওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের কাছে পাঠানো এক লিখিত চিঠিতে এনসিপি দাবি করে, দলটি নিবন্ধনের সকল শর্ত পূরণ করেছে এবং জনগণের মাঝে ইতোমধ্যে শাপলা প্রতীক নিয়ে ব্যাপক পরিচিতি ও আবেগ তৈরি হয়েছে।’
চিঠিতে এনসিপি বলেছে, বাংলাদেশের জাতীয় প্রতীক হচ্ছে একটি নির্দিষ্ট নকশায় আঁকা প্রতীক, যেখানে চারটি উপাদান রয়েছে—শাপলা, ধানের শীষ, পাটপাতা ও তারকা। নির্বাচন কমিশন ইতোমধ্যেই বিএনপিকে 'ধানের শীষ' এবং জেএসডিকে 'তারা' প্রতীক বরাদ্দ দিয়েছে। তেমনি জাতীয় ফল ‘কাঁঠাল’ এবং ‘সোনালী আঁশ’ও অন্য দলগুলোকে বরাদ্দ দেওয়া হয়েছে।
এনসিপি বলেছে, জাতীয় প্রতীকের এক বা একাধিক উপাদান নির্বাচন প্রতীক হিসেবে বরাদ্দ দেওয়া হলে শাপলাকে বাদ দেওয়ার কোনো আইনগত যৌক্তিকতা নেই।
চিঠিতে আরও বলা হয়েছে, ‘শাপলা প্রতীককে নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত কমিশনের পক্ষপাতদুষ্টতা, স্বেচ্ছাচারিতা এবং একটি রাজনৈতিক দলের চাপের প্রতি নতিস্বীকারের বহিঃপ্রকাশ।’
এনসিপি অভিযোগ করেছে, একটি প্রভাবশালী রাজনৈতিক দল যাতে এনসিপিকে শাপলা প্রতীক না পেতে দেয়, সে জন্য ‘তৎপরতা’ চালাচ্ছে এবং কমিশনের এ সিদ্ধান্ত সেই তৎপরতারই ফল।
চিঠিতে এনসিপি কমিশনকে জানায়, তারা প্রতীক হিসেবে শাপলা, সাদা শাপলা, লাল শাপলা—এই তিনটির যেকোনো একটি গ্রহণে আগ্রহী এবং প্রয়োজনে প্রতীকের নকশা ও রঙ নিয়ে আলোচনার জন্যও প্রস্তুত রয়েছে।