সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে সব দেশের প্রতি আহ্বান জানিয়েছেন।
আজ মঙ্গলবার (২৩সেপ্টেম্বর) এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জাতিসংঘের সম্মেলনে তিনি বলেন, 'আমরা সব দেশকে আহ্বান জানাই, তারা যেন একই ধরনের ঐতিহাসিক উদ্যোগ নেয়, যা দুই—রাষ্ট্র সমাধান বাস্তবায়নের প্রচেষ্টাকে সমর্থন জানাতে বড় ভূমিকা রাখবে।'
সৌদি এমন এক সময়ে এই আহ্বান জানালো যখন একাধিক পশ্চিমা দেশ ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।
আ.দৈ/ওফা