বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬,
১৫ মাঘ ১৪৩২
ই-পেপার

বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬
খেলাধুলা
নাটকীয় জয়ে সুপার ফোরে যাত্রা শুরু বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক
Publish: Sunday, 21 September, 2025, 12:23 AM  (ভিজিট : 145)

শেষ ওভারে কিছুটা নাটকীয়তা দেখা মিলেছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা ম্যাচে। ৬ বলে জিততে বাংলাদেশের লাগতো ৫ রান। প্রথম বলে ৪ মারেন জাকের আলি। পরের বলে বোল্ড হয়ে যান। তৃতীয় বল শেখ মেহেদী রান করতে ব্যর্থ হয়ে চতুর্থ বলে আউট হয়ে যান। পঞ্চম বলে খানিকটা ঝুঁকি নিয়েই রান আদায় করে জয় নিশ্চিত করেন শামীম পাটোয়ারী ও নাসুম আহমেদ।

দাসুন শানাকার ঝড়ো ব্যাটিংয়ে চ্যালেঞ্জিং পূঁজি গড়েছিল শ্রীলঙ্কা। তবে সাইফ হাসান ও তাওহিদ হৃদয়ের ফিফটিতে ভর করে বাংলাদেশ জিতেছে ৪ উইকেটে। দারুণ জয়ে এশিয়া কাপ টি—টুয়েন্টির সুপার শুরু করল লিটন দাসের দল।

শনিবার আরব আমিরাতের দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস। দুনিথ ওয়েল্লাগের প্রয়াত বাবাকে শেষ শ্রদ্ধা জানিয়ে মাঠের লড়াইয়ে নামে দুদল। নির্ধারিত ২০ শেষে ৭ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করেছে চারিথ আশালাঙ্কা দল। জবাবে নেমে ১ বল হাতে রেখে জয়ের বন্দরে নেঙার করে বাংলাদেশ।

রানতাড়ায় নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের পঞ্চম বলে খালি হাতে ফেরেন তানজিদ তামিম। দ্বিতীয় উইকেট লিটন দাস ও সাইফ মিলে যোগ করেন ৩৪ বলে ৫৯ রান। ৬.৩ ওভারে লিটনকে ফেরান হাসারাঙ্গা। ১৬ বলে ২৩ রান করেন টাইগার অধিনায়ক।


তৃতীয় উইকেটে সাইফ হাসান ও তাওহীদ হৃদয় মিলে যোগ করেন ৪৫ বলে ৫৪ রান। ১৪তম ওভারের শেষ বলে সাইফ ফিরলে জুটি ভাঙে। ২ চার ও ৪ ছক্কায় ৪৫ বলে ৬১ ফেরেন সাইফ। পরে তাওহিদ হৃদয় ও শামীম পাটোয়ারী মিলে যোগ করেন ২৭ বলে ৪৫ রান। ১৮.৩ ওভারে ১৫৯ রানে হৃদয়কে ফেরান দুশমন্থ চামিরা। ৪টি চার ও ২ ছক্কায় ৩৭ বলে ৫৮ রান করেন হৃদয়। জয় থেকে ১ রান দূরে থাকতে ফিরে যান জাকের। ৪ বলে ৯ রান করেন। ওভারের চতুর্থ বলে ফিরে যান শেখ মেহেদী। পরে পঞ্চম বলে সিঙ্গেল নিয়ে জয় নিশ্চিত করেন নাসুম ও শামীম। শামীম ৯ রান করে অপরাজিত থাকেন।


লঙ্কানদের হয়ে ভানিডু হাসারাঙ্গা ও দাসুন শানাকা দুটি করে উইকেট নেন।

এর আগে ব্যাটে নেমে ভালো শুরু পায় শ্রীলঙ্কা। উদ্বোধনী জুটিতে পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস মিলে ৩০ বলে ৪৪ রান তোলেন। পঞ্চম ওভারের শেষ বলে তাসকিন জুটি ভাঙেন। টাইগার পেসারের বলে সাইফ হাসানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন নিশাঙ্কা। ৩ চার ও ১ ছক্কায় ১৫ বলে ২২ রান করেন।

সপ্তম ওভারের চতুর্থ বলে মেন্ডিস ঝড় থামান শেখ মেহেদী। সাইফের হাতে ক্যাচ দিয়ে ফেরেন লঙ্কান ওপেনার। ১ চার ও ৩ ছক্কায় ২৫ বলে ৩৪ রান করেন। দশম ওভারের প্রথম বলে কামিল মিশারাকে বোল্ড করে দ্বিতীয় শিকারের দেখা পান মেহেদী। ১১ বলে ৫ রান করেন মিশারা।

চতুর্থ উইকেটে কুশল পেরেরা এবং দাসুন শানাকার জুটিতে ২৭ বলে আসে ৩২ রান। ১৩.৪ ওভারে মোস্তাফিজুর রহমানের বলে লিটনের গ্লাভসে বল তুলে দেন পেরেরা। ১ চারে ১৬ বলে ১৬ রান করে আউট হন। পঞ্চম উইকেটে আশালাঙ্কা ও শানাকা মিলে বিধ্বংসী জুটি গড়েন। ২৭ বলে ৫৭ রান করেন দুজনে।

১৮.১ ওভারে ১৫৪ রানে রানআউট হয়ে সাজঘরে দিরেন আশালাঙ্কা। ১টি করে চার ও ছক্কায় ১২ বলে ২১ রান করেন। ওভারটিতে জোড়া শিকার করেন মোস্তাফিজ। চতুর্থ লিটনের ক্যাচ বানিয়ে কামিন্দু মেন্ডিসকে ফেরান এবং শেষ বলে হাসারাঙ্গা ফেরেন তানজিদের হাতে ক্যাচ দিয়ে। পরে দুনিথ ওয়েল্লাগেকে নিয়ে ইনিংস শেষ করেন শানাকা। ৩৭ বলে ৩ চার এবং ৬ ছক্কায় ৬৪ রানে অপরাজিত থাকেন শানাকা।

বাংলাদেশ বোলারদের মধ্যে মোস্তাফিজ ৪ ওভারে ২০ রান খরচায় ৩ উইকেট নেন। শেখ মেহেদী ২৫ রান খরচায় নেন ২ উইকেট। এছাড়া তাসকিন এক উইকেট নেন।


আ.দৈ/ওফা
   বিষয়:  সুপার ফোরে বাংলাদেশ   বাংলাদেশ ও শ্রীলঙ্কা ম্যাচে   শামীম পাটোয়ারী   নাসুম আহমেদ  
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ঋণ খেলাপিদের জন্য লাল কার্ডের হুঁশিয়ারি, বিদেশি নাগরিকরাও ছাড় পাবেন না: আসিফ মাহমুদ
ভোটকালীন ৩ দিনের জন্য মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ
ফরিদপুরের ভাঙ্গায় ২৪ ঘন্টার মধ্যে লুণ্ঠিত গরু ও নগদ দেড় লাখ টাকাসহ ৩ জন গ্রেপ্তার
বিশ্বকাপ আয়োজন পরিবর্তনের ইঙ্গিত, স্থান হতে পারে আরব আমিরাত
পিপলস ব্যাংকের চেয়ারম্যান সস্ত্রীক দেশত্যাগে বাধা,৩৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

লোপাটের জন্যই ঢাকা দক্ষিণের দ্বিগুন ঢাকা উত্তরের বাজেট করেন প্রশাসক এজাজের
বিভাগীয় সভাপতির অনুপস্থিতিতে ইবির নিয়োগ বোর্ড স্থগিত, ওই শিক্ষকের পদত্যাগের দাবি শিক্ষার্থীদের
যাকে ভোট দেবেন, বুঝে-শুনেই দেবেন: নাহিদ ইসলাম
চলমান আলোচনার ফাঁকে সৌদিতে খেলতে নামলেন সাকিব
দেশে নির্বাচনের গণজোয়ার বইছে, ভোটার ও জনগনের নিরাপত্তার আহ্বান-আমান উল্লাহ আমানের
খেলাধুলা- এর আরো খবর
close
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik@gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝