সামাজিক যোগাযোগমাধ্যমে সরকার ও আইন মন্ত্রণালয়ের সমালোচনার প্রতিক্রিয়ার জবাবে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ‘সোশ্যাল মিডিয়ায় যা খুশি লিখে দেওয়া যায়। আমরা তো ফুটবল প্লেয়ার বা নাটকের অভিনেতা নই যে, যা করব সব আপনারা দেখবেন।’
আজ বুধবার বিকেলে সিলেটের একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত আইন সহায়তা প্রদান (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ কার্যকর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আইন উপদেষ্টা বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় যা খুশি লিখে দেওয়া যায়। অনেকে প্রশ্ন করেন, শহিদের রক্তের ওপর দিয়ে ক্ষমতায় বসে আমরা কী করছি? আমরা তো ফুটবল প্লেয়ার বা নাটকের অভিনেতা নই যে, যা করব সব আপনারা দেখবেন।’
আইন সহায়তা প্রদান (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ কার্যকর হয়েছে। নতুন এ আইনে পারিবারিক বিরোধ, পিতা-মাতার ভরণপোষণ, বাড়ি ভাড়া, যৌতুকসহ আটটি বিষয়ে আর সরাসরি মামলা করা যাবে না। মামলা দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা করতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘এ উদ্যোগ সামাজিক বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তিতে সহায়ক হবে এবং মামলার জট কমাতে কার্যকর ভূমিকা রাখবে। বিচারপ্রার্থীরা সৌহার্দপূর্ণ পরিবেশে আইনগত সহায়তা পাবেন।’
আইন উপদেষ্টা বলেন, ‘আমরা সিভিল ও ক্রিমিনাল আদালত পৃথক করেছি। যাতে সিভিল আদালত দ্রুতগামি হয়। আগে বিচারিক পদ সৃজনের ক্ষমতা রাজনৈতিক ব্যক্তি বা মন্ত্রীদের হাতে ছিল, সেটাকে আমরা প্রধান বিচারপিতর হাতে দিয়েছি। প্রায় সোয়া দুইশ বিচারিক পদ এক দিনে সৃজন হয়েছে। সিআরপিসি এবং সিপিসিতে যে পরিবর্তন এনেছি তা বাংলাদেশে আগে কখনো হয়নি। আমরা ডিজিটাল সাইবার সিকিউরটি আইন করেছি। কোনো সমালোচনা হয় নাই। এটা প্রায় অবিশ্বাস্য ঘটনা যে, সাইবার সিকিউরিটি আইন হয়েছে আর সমালোচনা হয়নি।’
আইন উপদেষ্টা আরও বলেন, ‘আমি আমার কাজ করছি। সারাদেশ থেকে বেছে বেছে সবচেয়ে অনেস্ট ও সবচেয়ে যোগ্য কর্মকর্তাদের আইন মন্ত্রণালয়ে নিয়ে এসেছি। তাদের অনেকে আমার ছাত্র ছিলেন। তারা দিনরাত প্ররিশ্রম করছেন। অর্ন্তবর্তী সরকার আইন ও বিচার সম্পর্কিত যে পরিবর্তন এনেছে তা কোনো দিনও বাংলাদেশে হয়নি। পরে নির্বাচিত সরকার এই ধারা অব্যাহত রাখলে দেশের মানুষ সহজে ন্যায় বিচার পাবেন।’
আইন সহায়তা প্রদান (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এর ধারা ১ এর উপ-ধারা (২) এর ক্ষমতাবলে পাইলট প্রকল্প হিসেবে সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, ফরিদপুর, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, সাতক্ষীরা, কুষ্টিয়া, কুমিল্লা, নোয়াখালী, রাঙামাটি জেলায় এই কার্যক্রম শুরু হচ্ছে।