সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার—উজ—জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।
আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর সেনাসদরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে দুই পক্ষের মধ্যে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় ছাড়াও বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সামরিক সহযোগিতা জোরদার করা এবং ইউরোপীয় সহায়তায় দেশে সামরিক শিল্প গড়ে তোলার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
এ সময় রাষ্ট্রদূত দেশের আইন—শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকাকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে ভূয়সী প্রশংসা করেন।
আ.দৈ/ওফা