বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬,
১৫ মাঘ ১৪৩২
ই-পেপার

বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬
আন্তর্জাতিক
কাতারে হামলার জেরে দুবাই এয়ার শোতে নিষিদ্ধ ইসরাইল
আন্তর্জাতিক ডেস্ক
Publish: Saturday, 13 September, 2025, 9:29 PM  (ভিজিট : 93)

কাতারের হামলার জেরে দুবাই এয়ার শোতে ইসরাইলি অস্ত্র নির্মাণ কোম্পানিগুলোকে নিষিদ্ধ করেছে সংযুক্ত আরব আমিরাত। ইসরাইলি গণমাধ্যম ওয়াইনেটনিউজ ও ব্লুমবার্গের বরাতে এ খবর জানিয়েছে মিডল ইস্ট মনিটর।

চলতি বছরের নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতের রাজধানীতে আয়োজিত হতে যাচ্ছে দুবাই এয়ার শো। ১৭ নভেম্বর শুরু হয়ে চলবে ২১ নভেম্বর পর্যন্ত। উড্ডয়ন খাত সংশ্লিষ্ট বিশ্বের ছোট-বড় বহু প্রতিষ্ঠান ওই সম্মেলনে অংশ নেবে। তবে এবারের আসরে কোনো ইসরাইলি প্রতিষ্ঠান সুযোগ পাচ্ছে না।

গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টার দিকে কাতারের রাজধানী দোহায় একাধিক আবাসিক ভবনে হামাস নেতাদের লক্ষ্য করে প্রায় ১২টি বিমান হামলা চালায় ইসরাইল। ওই হামলায় হামাস নেতা খলিল আল-হাইয়া হামলা থেকে রক্ষা পেলেও তার ছেলে হুমাম ও এক ঘনিষ্ঠ সহযোগী নিহত হন।
 
এই হামলা পুরো অঞ্চলে নিন্দার ঝড় তুলেছে। অন্যান্য দেশের পাশাপাশি নিন্দা জানায় আমিরাতও। দেশটি ওই হামলাকে ‘বিশ্বাসঘাতকতামূলক’ ও ‘কাপুরুষতার পরিচয়’ বলে অভিহিত করে। আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ বলেন, ‘সংযুক্ত আরব আমিরাত কাতারের সঙ্গে সংহতি প্রকাশ করছে এবং তাদের নিরাপত্তা নিশ্চিতের সব ধরনের উদ্যোগে সমর্থন জানাচ্ছে।’
 
হামলার পরদিন বুধবার (১০ সেপ্টেম্বর) কাতারের সঙ্গে সংহতি প্রকাশ করতে দোহা সফর করেন আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মেদ বিন জায়েদ। এদিনই ইসরাইলি কোম্পানিগুলোর দুবাই এয়ার শোতে অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায় আমিরাত।
  
দেশটির মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিষ্ঠানগুলোর কাছে পাঠানো এক বার্তায় বলা হয়েছে ‘নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।’ তবে বিশ্লেষকদের মতে, দোহায় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের রাজনৈতিক নেতৃবৃন্দের ওপর হামলার সরাসরি প্রতিক্রিয়া হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে আমিরাত কর্তৃপক্ষ।
 
দুবাই এয়ার শো বৈশ্বিক প্রতিরক্ষা খাতের একটি উল্লেখযোগ্য বার্ষিক সম্মেলন। ১৯৮৯ সালে প্রথমবারের মতো এই সম্মেলন ও প্রদর্শনী আয়োজিত হয়। সেবার এতে ২০০ প্রতিষ্ঠান অংশ নেয় এবং ২৫টি বিমান প্রদর্শন করা হয়।
 
এরপর প্রতি বছরই এই সম্মেলনকে ঘিরে অনেক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এবারের সম্মেলনে ৯৮টি দেশ থেকে এক হাজার ৪০০-রও বেশি প্রতিষ্ঠান অংশ নেবে। সেখানে ১৯২টি বিমান প্রদর্শন করা হবে। যোগ দেবেন এক লাখ ৩৫ হাজারেরও বেশি মানুষ।
  
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আব্রাহাম অ্যাকর্ডে স্বাক্ষরের মধ্যদিয়ে ইসরাইলের সঙ্গে আমিরাতের সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর ২০২১ সালে প্রথমবারের মতো এই এয়ার শোতে অংশ নেয় ইসরাইলি প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলো। 

আ.দৈ/আরএস


   বিষয়:  কাতারে   হামলার   জেরে   দুবাই   এয়ার   শোতে   নিষিদ্ধ   ইসরাইল  
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ঋণ খেলাপিদের জন্য লাল কার্ডের হুঁশিয়ারি, বিদেশি নাগরিকরাও ছাড় পাবেন না: আসিফ মাহমুদ
ভোটকালীন ৩ দিনের জন্য মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ
ফরিদপুরের ভাঙ্গায় ২৪ ঘন্টার মধ্যে লুণ্ঠিত গরু ও নগদ দেড় লাখ টাকাসহ ৩ জন গ্রেপ্তার
বিশ্বকাপ আয়োজন পরিবর্তনের ইঙ্গিত, স্থান হতে পারে আরব আমিরাত
পিপলস ব্যাংকের চেয়ারম্যান সস্ত্রীক দেশত্যাগে বাধা,৩৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

লোপাটের জন্যই ঢাকা দক্ষিণের দ্বিগুন ঢাকা উত্তরের বাজেট করেন প্রশাসক এজাজের
বিভাগীয় সভাপতির অনুপস্থিতিতে ইবির নিয়োগ বোর্ড স্থগিত, ওই শিক্ষকের পদত্যাগের দাবি শিক্ষার্থীদের
যাকে ভোট দেবেন, বুঝে-শুনেই দেবেন: নাহিদ ইসলাম
চলমান আলোচনার ফাঁকে সৌদিতে খেলতে নামলেন সাকিব
দেশে নির্বাচনের গণজোয়ার বইছে, ভোটার ও জনগনের নিরাপত্তার আহ্বান-আমান উল্লাহ আমানের
আন্তর্জাতিক- এর আরো খবর
close
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik@gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝