হংকংকে হারানোর পর টি-টোয়েন্টি সংস্করণে চলমান এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। আজ শনিবার সংযুক্ত আরব আমিরোতের আবুধাবিতে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় অনুষ্ঠেয় ম্যাচে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে শ্রীলংকা।
বাংলাদেশ আজ তাদের একাদশে একটি পরিবর্তন এনেছে। পেসার তাসকিন আহমেদের পরিবর্তে একাদশে ঢুকেছেন আরেক পেসার শরিফুল ইসলাম। অন্যদিকে, ৭ ব্যাটার ও ৪ বোলার নিয়ে খেলবে শ্রীলংকা। এর মধ্যে তিনজন অলরাউন্ডার।
চলতি এশিয়া কাপে এটিই ‘বি’ গ্রুপে থাকা শ্রীলংকার প্রথম ম্যাচ। টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপের আগের আসরে (২০২২ সালে) চ্যাম্পিয়ন হয়েছিল দলটি। অন্যদিকে, এই ম্যাচে জিততে পারলে সুপার ফোরের পথ অনেকটাই সুগম হবে বাংলাদেশের।
‘বি’ গ্রুপে রয়েছে ৪টি দল। আফগানিস্তান, হংকং, বাংলাদেশ ও শ্রীলংকা। আফগানিস্তান ইতোমধ্যেই জয় পেয়েছে হংকংয়ের বিপক্ষে। গ্রুপের প্রথম ম্যাচে বাংলাদেশও হারিয়েছে হংকংকে। তাই শ্রীলংকা তাদের প্রথম ম্যাচে নামবে চাপ নিয়ে, কারণ পয়েন্ট টেবিলে জায়গা করে নিতে তাদের জয় পাওয়া খুব জরুরি।
দুই দলের একাদশ
বাংলাদেশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
শ্রীলংকা: পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), কামিল মিশারা, কুশল পেরেরা, চরিথ আসালাঙ্কা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসরাঙ্গা, দুশমান্থা চামেরা, বিনুরা ফার্নান্দো, নুয়ান থুসারা।