লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি সেমিনার শেষে বের হওয়ার সময় তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে ঘিরে বিক্ষোভ ও হামলার চেষ্টা করেছে প্রবাসী ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা। স্থানীয় সময় শুক্রবার (১২ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে।
এদিন বাংলাদেশ হাইকমিশনার আবিদা ইসলাম গভীর রাতে সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। হাইকমিশনের এক বিবৃতিতে জানানো হয়, বিকাল চারটায় মাহফুজ আলম ইউনিভার্সিটি অব লন্ডনের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজে (সোয়াস) আয়োজিত এক সেমিনারে অংশ নেন। বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে এ সেমিনারের আয়োজন করে সোয়াস কর্তৃপক্ষ ও হাইকমিশন।
বিবৃতিতে আরও বলা হয়, সেমিনার শেষে বের হওয়ার সময় তার ওপর হামলার চেষ্টা হয়। পরে সোয়াস ক্যাম্পাসের পেছনের রাস্তা দিয়ে বের হওয়ার সময় হাইকমিশনের একটি গাড়িকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
তবে গাড়ির ভেতরে তখন উপদেষ্টা মাহফুজ আলম ছিলেন না। ঘটনার সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করে। লন্ডন মেট্রোপলিটন পুলিশ সার্বক্ষণিকভাবে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ রাখছে এবং উপদেষ্টার পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছে।