শ্রম ভবন থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল করেছে আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োজিত কর্মচারীরা। বহুদিন ধরে চলা আন্দোলনের ধারাবাহিকতায় এবার তারা সরাসরি রাস্তায় নেমে তাদের ন্যায্য অধিকার ও নিরাপদ কর্মসংস্থানের দাবিতে সোচ্চার হয়েছেন।
বিক্ষোভকারীদের দাবি, আউটসোর্সিং একটি অন্যায্য, শোষণমূলক ব্যবস্থা হয়ে দাঁড়িয়েছে। সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে কর্মরত হলেও তারা পাচ্ছেন না চাকরির স্থায়ীত্ব, ন্যায্য বেতন বা মৌলিক শ্রমিক অধিকার।
চুক্তিভিত্তিক নিয়োগ:
স্থায়ী কর্মীর মতো কাজ, কিন্তু অধিকারবঞ্চিত অনেক আউটসোর্সিং কর্মী জানিয়েছেন, তারা দিনের পর দিন নিরলস পরিশ্রম করলেও তাদের চাকরি ঝুঁকিপূর্ণ। ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হওয়ায়, প্রতিষ্ঠান চাইলে যেকোনো সময় ছাঁটাই করে দিতে পারে। এমনকি তারা বার্ষিক বেতন বৃদ্ধি, উৎসব ভাতা কিংবা সামাজিক সুরক্ষা সুবিধা থেকেও বঞ্চিত।
কর্মচারীরা বলেন, "আমরা ৫-৭ বছর ধরে একই প্রতিষ্ঠানে কাজ করছি। কিন্তু আমাদের কোনো স্বীকৃতি নেই। অথচ আমাদের সাথে নতুন যোগ দেওয়া স্থায়ী কর্মীরা সব সুবিধা পাচ্ছে। এটা চরম বৈষম্য।"
"আউটসোর্সিংয়ের নামে আমাদের শোষণ করা হচ্ছে। ঠিকাদাররা লাভ নিচ্ছে, আর আমরা না পারি দাবি করতে, না পারি প্রতিবাদ করতে।" বিক্ষোভকারীদের অভিযোগ, প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তারা চায়, আউটসোর্সিং প্রথা বাতিল করে সরাসরি নিয়োগের ব্যবস্থা হোক, যাতে কর্মীরা নিরাপদে ও সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারে।