রাজধানীর আগারগাঁও এলাকা থেকে মেহেদী হাসান ওরফে স্মার্ট হাসান (৩৮) নামে এক যুবককে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) দিবাগত মধ্য রাতে সেনাবাহিনীর একটি টহল দল তাকে আটক করে। আটককৃত মেহেদীর নামে চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। আটকের পর মেহেদীকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়।
সেনাবাহিনীর ৪৬ পদাতিক ব্রিগেড সূত্র জানায়, সেনা ক্যাম্প জানতে পারে মেহেদী হাসান বিভিন্ন হাসপাতালের অ্যাম্বুলেন্স মালিকদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করতেন। চাঁদাবাজির টাকা তার গডফাদার জাহিদ হোসেন মোড়লের কাছে পাঠানো হতো। জাহিদ প্রভাবশালী একটি রাজনৈতিক দলের নেতা। বর্তমানে দলটি থেকে বহিষ্কৃত এবং পলাতক আছেন। চাঁদা দিতে বিলম্ব হওয়ায় গত মাসে কয়েকজন অ্যাম্বুলেন্স চালক ও মালিককে মারধর করে স্মার্ট হাসানের গ্রুপ। মারধরের ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন গণমাধ্যমেও তা প্রকাশিত। এরপর থেকেই আত্মগোপনে চলে যান হাসান।
সেনাবাহিনীর একজন কর্মকর্তা জানান, স্মার্ট হাসানের বিরুদ্ধে বহু অভিযোগ ছিল। কিন্তু, সে আইন শৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে পালিয়ে বেড়াচ্ছিল। ভিডিও ফুটেজের সূত্র ও প্রযুক্তির সহায়তায় শুক্রবার রাতে তাকে আটক করা সম্ভব হয়েছে। তার সহযোগী ও গড ফাদারদেরও গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। আটককৃতকে পুলিশে সোপর্দ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
আ. দৈ./কাশেম/ খোকন