গত সেপ্টেম্বর মাসে এক্সিম ব্যাংকে দীর্ঘদিনের অনাদায়ী ৪৫০ কোটি টাকার খেলাপি বিনিয়োগ আদায় হয়েছে বলে জানিয়েছেন ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম স্বপন। বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে মো. নজরুল ইসলাম স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ২০৩তম সভায় এই তথ্য জানান তিনি।
সভায় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য মো. নূরুল আমিন ফারুক, অঞ্জন কুমার সাহা, স্বতন্ত্র পরিচালক এস এম রেজাউল করিম এবং খন্দকার মামুন, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন। বিজ্ঞপ্তি
আ. দৈ. /কাশেম/ রমজান