নারী পেশাজীবীদের জন্য বিশেষ উইমেন পে-রোল স্যুইট চালু করেছে বেসরকারী খাতের ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)। গত বৃহস্পতিবার ব্যাংকটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দেশে প্রথম এ জাতীয় একটি প্রোডাক্টের উদ্বোধন করা হয়েছে।
নতুন এ প্রোডাক্টটিতে নারী পেশাজীবীদের জন্য বেশ কিছু আকর্ষণীয় ফিচার যুক্ত হয়েছে, যার মধ্যে রয়েছে সঞ্চয় ও ঋণের ক্ষেত্রে স্পেশাল রেট, শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোর লাইফস্টাইল ভাউচার, আলাদা গ্রাহক ডেস্ক, দ্বৈত কারেন্সি ডেবিট কার্ড, ইবিএল ভিসা উইমেন প্লাটিনাম ক্রেডিট কার্ডের ক্ষেত্রে এক হাজার বোনাস ‘স্কাই কয়েন’ (লয়্যালটি প্রোগ্রাম পয়েন্ট) এবং ইবিএল ভিসা উইমেন সিগনেচার কার্ডে তিন হাজার বোনাস ‘স্কাই কয়েন’ ইত্যাদি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রদত্ত বক্তব্যে ইবিএল অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন বলেন, “আমার দৃঢ় বিশ্বাস ইবিএল উইমেন পে-রোল স্যুইট পেশাজীবী নারীদের ব্যাংকিং চাহিদা পূরণে ওয়ান-স্টপ সমাধান হিসেবে কাজ করবে”। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইবিএল ডিএমডি এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার, বিজনেস বিভাগ প্রধান সৈয়দ জুলকার নায়েন, লায়াবিলিটি ও ওয়েলথ ম্যানেজমেন্ট প্রধান শারমিন আতিক, কার্ড বিভাগ প্রধান তাসনীম হোসেন, এসেট বিভাগ প্রধান মোহাম্মদ সালেকীন ইবরাহীম, প্রায়োরিটি ও উইমেন ব্যাংকিং প্রধান তানজেরী হক এবং পে-রোল ব্যাংকিং প্রধান ত্রিশা তাকলীমসহ সফল অনেক নারী পেশাজীবী। বিজ্ঞপ্তি
আ. দৈ. /কাশেম/ রমজান