ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। এরমধ্যে কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীদের ভোটকেন্দ্র ভূতত্ত্ব বিভাগের কেন্দ্রে সকাল আটটা ২০ থেকে ১১টা ২০ পর্যন্ত তিন ঘণ্টায় প্রায় ৪৫ শতাংশ ভোট কাস্ট হয়েছে বলে জানিয়েছেন নির্বাচনি কর্মকর্তারা। কেন্দ্রটিতে বার বার মাইকিং করা হয় যে ১০০ মিটারের মধ্যে প্রার্থীরা ক্যাম্পেইন করতে পারবেন না।
কিন্তু সকাল থেকে ভোট শুরু হওয়ার পর থেকে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান দুইবার এখানে ক্যাম্পেইন করে গেছেন। ভোটকেন্দ্রে ঢোকার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। যদিও তিনি অভিযোগ অস্বীকার করেছেন।
অন্যদিকে স্বতন্ত্র জোট থেকে ভিপি পদে দাঁড়ানো উমামা ফাতেমাও দুইবার কেন্দ্রটিতে ঘুরে গেছেন। ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী সাদিক কায়েম হলের দুই নারী প্রার্থীকে পাশে নিয়ে বলেন, ভূমিধস বিজয় হবে ঐক্যবদ্ধ প্যানেলের। কিছু কিছু কেন্দ্রে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন কায়েম।
বেলা ১১টা নাগাদ ভোটারদের লাইন ছোট হতে থাকে