প্রাইম ব্যাংক পিএলসি.-এর উদ্যোগে এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ও ডিআইইউ ফাইন্যান্স ক্লাবের সহযোগিতায় “ফাইন্যান্সিয়াল ইনক্লুশন: এনগেজিং অ্যান্ড ইনস্পায়ারিং ইয়ুথ ইন ব্যাংকিং” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এ সেমিনারটি প্রাইম ব্যাংকের ফ্ল্যাগশিপ ক্যাম্পাস ইনিশিয়েটিভ ‘প্রাইমএকাডেমিয়া’-এর অংশ, যা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে সমন্বিত ব্যাংকিং সেবা প্রদানের একটি আধুনিক ও কার্যকর ধারণা।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এ আয়োজনের মূল লক্ষ্য ছিল তরুণ শিক্ষার্থীদের মধ্যে আর্থিক অন্তর্ভুক্তি, সচেতনতা বৃদ্ধি, সুপরিকল্পিত অর্থব্যবস্থাপনা এবং ব্যাংকিং ও আর্থিক খাতে সম্ভাব্য ক্যারিয়ার সম্পর্কে জ্ঞান ও আগ্রহ সৃষ্টি করা। পাশাপাশি উদ্যোক্তা হওয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতা ও জ্ঞান অর্জনের সুযোগ সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের এসইভিপি ও হেড অব লায়াবিলিটি শায়লা আবেদীন। এ সময় তিনি প্রাইম ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি, উদ্ভাবনী ব্যাংকিং সেবা এবং তরুণদের জন্য কাস্টমাইজড পণ্য ও উদ্যোগ নিয়ে আলোচনা করেন। এছাড়াও অনুষ্ঠানে কীনোট উপস্থাপন করেন প্রাইম ব্যাংকের এসভিপি ও হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এম এম মাহবুব হাসান। এ সময় তিনি আর্থিক সাক্ষরতা, নেতৃত্ব বিকাশ এবং তরুণদের উন্নয়নে ব্যাংকের কর্পোরেট ও সামাজিক দায়বদ্ধতার বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক মোহাম্মদ মঞ্জুরুল হক খান। এছাড়া আরও উপস্থিত ছিলেন মানবসম্পদ বিভাগের পরিচালক অনুভব রহমান, ডিআইইউ ফাইন্যান্স ক্লাবের আহ্বায়ক ও সহকারী অধ্যাপক সাবরিনা আক্তার এবং ডিআইইউ ফাইন্যান্স ক্লাবের সভাপতি রিদম শাহা।
সেমিনারের প্রধান আকর্ষণ ছিল প্রাইমএকাডেমিয়া’র অংশ হিসেবে ‘প্রাইম ইয়ুথ অ্যাকাউন্ট’—যা বিশেষভাবে শিক্ষার্থীদের জন্য পরিকল্পিত। শিক্ষার্থীদের প্রাথমিকভাবে আর্থিকভাবে দায়বদ্ধ করে গড়ে তুলতে এই অ্যাকাউন্ট সহজভাবে ব্যাংকিং যাত্রা শুরু করার সুযোগ করে দেয়। এ সময় অংশগ্রহণকারীরা সরাসরি অ্যাকাউন্ট খোলার সুবিধা গ্রহণ করে আধুনিক ব্যাংকিং সেবার অভিজ্ঞা নেন।