টানা কয়েক দিনের প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে জনজীবন। রোদ আর গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ। বিশেষ করে খেটে খাওয়া মানুষের দুর্ভোগ বেড়েছে বহুগুণে। তবে স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অফিস।
সোমবার (৮ সেপ্টেম্বর) দেশের রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে দিনের তাপমাত্রা কমতে পারে। অন্যদিকে, দেশের অন্যান্য বিভাগে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রাতের তাপমাত্রাও সারা দেশে প্রায় অপরিবর্তিত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।