জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হারিয়ে গেলে তা পুনরায় তুলতে আর সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে না এমন নিয়মই এতদিন ধরে চালু ছিল। কিন্তু এবার সেই নিয়মে এসেছে বড় পরিবর্তন।
এখন থেকে এনআইডি হারালে আর থানায় গিয়ে জিডি করতে হবে না। নির্বাচন কমিশন (ইসি) নাগরিকদের ভোগান্তি কমাতে জিডি করার বাধ্যবাধকতা তুলে দিয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এই সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর।
তিনি জানান, নাগরিকদের সেবা সহজ ও ঝামেলামুক্ত করতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতে এনআইডি সংশ্লিষ্ট আরও কিছু সেবা সহজ করার পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছেন তিনি।
এতদিন এনআইডি হারিয়ে গেলে সেটি আবার তুলতে থানায় গিয়ে জিডি করতে হতো, এরপর সেই কপিসহ নির্দিষ্ট ফরম পূরণ করে নির্বাচন কমিশনে জমা দিতে হতো। এতে সময়, খরচ এবং ঝামেলা সবই বেড়ে যেত। এবার সেই প্রক্রিয়া সরল করায় নাগরিকদের অনেকটাই স্বস্তি আসবে বলে মনে করছে নির্বাচন কমিশন।
এদিকে, গত এক বছরে প্রায় সাড়ে নয় লাখ এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তি করেছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। যা এই খাতের সেবার অগ্রগতিকে নির্দেশ করে।
সর্বশেষ প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ী, দেশে ভোটারের সংখ্যা এখন প্রায় ১২ কোটি ৬৩ লাখ। এর মধ্যে পুরুষ ভোটার প্রায় ৬ কোটি ৪১ লাখ এবং নারী ভোটার প্রায় ৬ কোটি ২২ লাখ। এছাড়া হিজড়া ভোটারের সংখ্যা ১,২৩০ জন।
নতুন এই সিদ্ধান্তে এনআইডি হারালে তা পুনরুদ্ধার করা যেমন সহজ হবে, তেমনি জিডি করার ঝামেলা থেকেও রেহাই মিলবে যা অনেকদিন ধরেই নাগরিকদের একটি বড় দাবি ছিল।