ইস্টার্ন ব্যাংক (ইবিএল) নারী গ্রাহকরা shajgoj.com অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিউটি ও ওয়েলনেস সেবায় বিশেষ ছাড় উপভোগ করবেন।
বুধবার (২ সেপ্টেম্বর) সম্প্রতি ইবিএল প্রধান কার্যালয়ে এ সংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করেন ইবিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক ও রিটেইল এবং এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার এবং shajgoj.com প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আদনান ইমতিয়াজ হালিম।
এ সময় উপস্থিত ছিলেন- ইবিএল লায়াবিলিটি অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট প্রধান শারমিন আতিক, প্রাইওরিটি অ্যান্ড উইমেন ব্যাংকিং প্রধান তানজেরি হক, রিটেইল অ্যালায়েন্স প্রধান ফারজানা কাদের, shajgoj সার্ভিসের সিওও রোনাল্ড মিকি গোমেজ, এভিপি (কমার্শিয়াল) নুদরাত নাওয়ার নদী এবং অন্যান্য কর্মকর্তারা।
এই চুক্তির মাধ্যমে নারী গ্রাহকদের জন্য প্রযুক্তিনির্ভর বিশেষায়িত সেবা সহজলভ্য হবে।