নুরুল হক নুরের উপর হামলার দায় এই সরকারকে নিতে হবে। জাতীয় পার্টির ভিতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রোববার (৩১ আগস্ট) দুপুরের পর গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে এসে এমন মন্তব্য করেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সজীব ভূঁইয়া বলেন, এই হামলার দায় এই সরকারকে নিতে হবে। জাতীয় পার্টির ভিতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা চলছে। ফ্যাসিবাদী শক্তি এখন নানা ফর্মেটে তাদের শক্তিপ্রদর্শন করছে। জুলাই গণঅভ্যুত্থানে যারা সম্মুখ সারির নেতৃত্বে ছিলেন, তাদের উপর পরাজিত হওয়ার আক্রোশ মেটানোর চেষ্টা করছে। তাদের প্রতি আমরা করা হুঁশিয়ারি দিতে চাই।
তিনি বলেন, ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে একটি শক্তিশালী তদন্ত কমিটি যারা যারা এর সাথে জড়িত তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসার। জানতে পেরেছি যে এই কর্মসূচির আগেও গণঅধিকার পরিষদ ও নুরুল হক নুরকে হুমকি দেওয়া হইছে। কাদের দিক থেকে এরকম হুমকি দেওয়া হয়েছে, কোন কোন ইনস্টিটিউশন রাষ্ট্রের কাঠামোর মধ্যে থেকেও বিভিন্ন রাজনৈতিক দল, ফ্যাসিবাদী কাজ করে যাচ্ছে, সেটা সরকার খতিয়ে দেখবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, কোনটা মব, আর কোনটা রাজনৈতিক কর্মসূচি এটার পার্থক্যটা আগে বুঝতে হবে। রাজনৈতিক দল কীভাবে মব করে! একটি নিবন্ধিত দলের কর্মসূচিকে কীভাবে আপনারা মব বলবেন।
প্রথমত হামলা করেছে জাতীয় পার্টির দিক থেকে। আমরা এর আগেও দেখেছি রাজনৈতিক দলগুলোর মধ্যে এরকম উত্তপ্ত পরিস্থিতি হতেই পারে। কিন্তু এটাকে মব বলে একটা পক্ষকে নিউট্রালাইজড করা এবং আরেকটা পক্ষকে ফ্যাসিলিটি দেওয়া ঠিক হবেনা। জাতীয় পার্টি একটি সুনির্দিষ্ট এবং চিহ্নিত ফ্যাসিবাদী।