সিইসি এ এম এম নাসির উদ্দিন ও ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স) ট্র্যাসি অ্যান জ্যাকবসন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স) ট্র্যাসি অ্যান জ্যাকবসনের বৈঠকটি বাতিল করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ২টায় তাদের বৈঠক করার কথা ছিল।
সিইসির একান্ত সচিব আশ্রাফুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার দুপুর ২টার বৈঠকটি বাতিল করেছে মার্কিন দূতাবাস। কৃষিবিদ ঐক্য পরিষদ ব্যানারে শিক্ষার্থীরা আগারগাঁও মোড় ব্লকেড করায় বৈঠকটি বাতিল করা হয়েছে বলে জানা গেছে।
প্রসঙ্গত, তিন দফা দাবিতে আগারগাঁও মোড় অবরোধ করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। আজ বেলা সাড়ে ১১টার দিকে কৃষিবিদ ঐক্য পরিষদ ব্যানারে আগারগাঁও মোড় ‘ব্লকেড’ করেন শিক্ষার্থীরা। এ সময় এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে তীব্র যানজটে ব্যাপক ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে সাড়ে ১২টার পর সড়ক ছাড়েন তারা।
শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে-কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ও অন্যান্য গবেষণাপ্রতিষ্ঠানের দশম গ্রেডের পোস্ট কেবল কৃষিবিদদের জন্য উন্মুক্ত করা। নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ছাড়া নবম গ্রেডে (বিএডিসির কোটা বাতিল) পদোন্নতির কোনো সুযোগ না রাখা। কৃষি বা কৃষি-সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক না হলে নামের সঙ্গে কৃষিবিদ পদবি ব্যবহার না করার বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করা।