ড্রোন শো পরিচালনার আধুনিক প্রযুক্তি ও দক্ষতা অর্জনের লক্ষ্যে বাংলাদেশ থেকে ১১ সদস্যের একটি দল চীন সফরে যাচ্ছেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
বুধবার (১৩ আগস্ট) ঢাকায় চীনা দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফারুকী বলেন, “ড্রোন আজ শুধু প্রযুক্তি নয়, এটি একটি নতুন গল্প বলার মাধ্যম। এটা আর্ট আর টেকনোলজির ফিউশন। ড্রোন শো দিয়ে নতুনভাবে মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করা যায়।”
তিনি জানান, ইতোমধ্যেই চীনের সহায়তায় বাংলাদেশে ছয়টি ড্রোন শো অনুষ্ঠিত হয়েছে, যা তরুণ প্রজন্মের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। এই ধারাবাহিকতায় এবার ১১ বাংলাদেশি প্রতিনিধি চীনে গিয়ে প্রশিক্ষণ নেবেন ড্রোন শো পরিচালনা বিষয়ে।
মোস্তফা সরয়ার ফারুকী আরও বলেন, “চিত্রকর্ম সংরক্ষণ ও মিউজিয়াম ব্যবস্থাপনায় প্রশিক্ষণের জন্যও বাংলাদেশ থেকে টিম যাবে চীনের সাংহাই ও গুয়াংজুতে। পুরো ব্যয় চীন বহন করবে।”
এ সময় তিনি আশা প্রকাশ করেন, চীনের সহযোগিতায় ভবিষ্যতে বাংলাদেশের ট্র্যাডিশনাল ও নিউ মিডিয়ার প্রসার, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং সৃজনশীল শিল্প উন্নয়নে আরও বড় পরিসরে কাজ করা সম্ভব হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বাংলাদেশ ও চীনের মধ্যকার সাংস্কৃতিক সম্পর্ক আরও গভীর করতে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।